ঢাকা: প্যারিসে হামলার পর এবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় জঙ্গি গোষ্ঠীটি এ হুমকি দিয়েছে বলে জানা গেছে।
গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, প্যারিসের পর এবার নিউ ইয়র্কে হামলা চালাতে পারে জঙ্গি সংগঠনটি। ভিডিওতে দুই জঙ্গিকে ক্যামেরার সামনে কথা বলতে দেখা গেছে। তারা ফ্রান্সের বিভিন্ন স্থাপনা ও যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে হামলার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
ভিডিওটির ব্যাপারে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি সিএনএনকে বলেছেন, ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। কর্তৃপক্ষ এই ভিডিওটি খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
Moin Ahmed liked this on Facebook.
Md Rustum liked this on Facebook.