শাহরুখ-কাজল জুটিতে আপত্তি আব্রামের!

ঢাকা: নিঃসন্দেহে বলিউডের অন্যতম সেরা জুটি শাহরুখ খান এবং কাজল। এই দুজনকে একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকে দর্শক। আর এই জুটি কিনা পছন্দ নয়! না তাও আবার যে মতামত দিয়েছে, সেটি অগ্রাহ্য করাও যাবে না। কারণ এমন মত যে দিয়েছে ছোট শিশু আব্রাম।

২০১০ সালে শেষবারের মতো পর্দায় জুটি বেঁধে ছিলেন শাহরুখ এবং কাজল। কারণ জোহার পরিচালিত ‘মাই নেম ইজ খানে’ছবিতে শেষবার তাদের দেখা গিয়েছিলো।

পাঁচ বছর পর রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ ছবির মাধ্যমে আবারও একসঙ্গে দেখা যাবে তাদের। সেই জুটিকেই কি না পছন্দ নয় একজনের।

ব্যাপারটা কিন্তু মোটেই উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ, যার বিষয়টি অপছন্দ তিনি আর কেউ নন, শাহরুখ-পুত্র আব্রাম। ছোট্ট আব্রামের অপছন্দের কথা নিজেই জানিয়েছেন বাবা শাহরুখ। দিলওয়ালের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই কথা বলেন শাহরুখ।

এবার জানা যাক, কেন শাহরুখ-কাজল জুটিকে অপছন্দ আব্রামের?

কারণ হিসেবে, শাহরুখ শুনিয়েছেন এক মজার কথা। ছবির সুটিংয়ে সব সময় দিনের শেষে কি কি শট নেওয়া হয়েছে তা সকলকে দেখাতেন রোহিত। দিলওয়ালের সুটিংয়ে শাহরুখ আব্রামকে নিয়ে গিয়েছিলেন। তেমনই ছেলে যুগ এবং মেয়ে নাইসাকে নিয়ে এসেছিলেন কাজল। সন্তানদের নিয়ে শটগুলো দেখছিলেন শাহরুখ এবং কাজল। একটি শটে শাহরুখকে আঘাত পেতে দেখে আব্রাম। তার মনে হয় কাজলই এর জন্য দায়ী। খুবই অসন্তুষ্ট হয় সে। কাজলের দিকে তাকিয়ে বলে, ‘পাপা টুট গয়া।’

শাহরুখের মতে, মনে হয় তাঁদের জুটিকে মোটেই পছন্দ নয় আব্রামের।

One thought on “শাহরুখ-কাজল জুটিতে আপত্তি আব্রামের!

Leave a Reply to Md Azizul Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.