রাজন হত্যায় প্রধান আসামি কামরুলসহ ৪ জনের ফাঁসি

আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন। অমানবিক নির্যাতনের মাধ্যমে রাজন হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় কামরুলসহ ৪ আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন- প্রধান আসামি কামরুল ইসলাম,পাভেল(পলাতক), বাদল, ময়না চৌকিদার। এছাড়াও হত্যার পর লাশ গুম করার অপরাধে আদালত মুহিত আলম, আলী হায়দার,শামীমসহ আরো একজনকে ৭ বছরের কারাদন্ড প্রদান করেছেন আদালত। এছাড়াও হত্যাকান্ডের ভিডিও ধারণকারী নূর মোহাম্মদকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

৩ আসামির বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন- রুহুল আমীন রুহুল, আজমত উল্লাহ ও ফিরোজ আলী।

এর আগে ৩১,৩৫৮ শব্দের ২,৮০২ লাইনের ৭৬ পৃষ্ঠার রায় পড়ে শুনানো হয়।

বেলা সাড়ে ১১ টার দিকে আদালতে হাজির করা হয় পুলিশের হাতে আটক ১১ আসামীকে ।

উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেটের কুমারগাওয়ে চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে নির্যাতন করে খুন করা হয় সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালি গ্রামের আজিজুর রহমানের ছেলে সামিউল আলম রাজনকে। পরে খুনিরা নির্যাতনের ভিডিওচিত্র ফেসবুকে আপলোড করলে সারাদেশে ক্ষোভের সঞ্চার হয়। খুনিদের শাস্তির দাবিতে সারাদেশের সচেতন মানুষ আন্দোলনে নামেন।

১০ thoughts on “রাজন হত্যায় প্রধান আসামি কামরুলসহ ৪ জনের ফাঁসি

Leave a Reply to Rajukul Islam Raju Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.