খুনি গ্রেফতার না হলে মঙ্গলবার হরতাল গণজাগরণ মঞ্চের

জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিনজন হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের জন্য সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে মঙ্গলবার সারা দেশে আধাবেলা হরতাল ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।

রোববার বিকালে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

ইমরান সরকার বলেন, জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপনের হত্যাকারী এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, রনদীপম বসু ও তারেক রহিমের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করা হলো। তবে প্রশাসন যদি হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফাতার করতে পারে, সেক্ষেত্রে আমাদের কর্মসূচি প্রত্যাহার করবো।

এ ছাড়া এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সারা দেশে শোক দিবস পালনের ঘোষণা দেন তিনি। এই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও দেশের সব প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ করার আহ্বান জানান ইমরান এইচ সরকার।

৭ thoughts on “খুনি গ্রেফতার না হলে মঙ্গলবার হরতাল গণজাগরণ মঞ্চের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *