কুষ্টিয়া: প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিলাসবহুল দলীয় কার্যালয়। জেলা শহরে এরকম জমকালো দলীয় কার্যালয় সবার নজর কেড়েছে।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি থেকে দলীয় কার্যালয়ের দ্বার উন্মোচন করবেন শনিবার বিকেলে।
এছাড়া কেন্দ্রীয় একডজন নেতা উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানা দলীয় সূত্রে জানা গেছে। একই ভবনে আওয়ামী লীগ ছাড়াও সহযোগী প্রত্যেকটি সংগঠনের আলাদা আলাদা অফিস রয়েছে।
জেলা আওয়ামী লীগ সূত্র জানা গেছে, বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া চাঁদা ও অনুদানের টাকায় শহরের এনএস রোডে অবস্থিত বঙ্গবন্ধু মার্কেটের চতুর্থ তলায় দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছে। দলীয় কার্যালয় নির্মাণে প্রায় আড়াই কোটি টাকা ব্যয় হয়েছে।
জানা গেছে, ৯ হাজার ৮৬০ স্কয়ার ফিট জায়গার ওপর পুরো অফিসটি নির্মাণ করা হয়েছে। কার্যালয়ের ফ্লোরে এবং প্রতিটি আলাদা কক্ষে দামী টাইলস দিয়ে মোড়ানো এবং সুসজ্জিত ভবনের ভেতরের আসবাবপত্রগুলো দেশের বাইরে থেকে আনা হয়েছে।
২০১৪ সালে কাজ শুরু হয়ে শেষ হয়েছে মাস খানেক আগে। আওয়ামী লীগ ছাড়াও প্রতিটি মূল সহযোগী সংগঠনের অফিস রয়েছে, রয়েছে একটি সভাকক্ষ। এছাড়া বড় একটি হলরুম রয়েছে। যেখানে এক হাজার লোক বসতে পারবে। শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমের বাইরের যে কেউ চাইলে ভাড়া নিয়েও অনুষ্ঠান করতে পারবে।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের দুই নেতা হাজি সেলিনুর রহমান ও হাজি মানিকের কাছ থেকে এ জায়গা কিনে দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছে। জায়গা কেনা হয়েছে সংগঠনের নামে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী জানান, স্বাধীনতার পর থেকে দলীয় কার্যালয় নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। নেতাদের বাড়িতে ছিল দলীয় কার্যালয়। তাই ভালো একটি দলীয় কার্যালয় নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয় কয়েক বছর আগে। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফের তত্ত্বাবধায়নে এ কাজ করা হয়েছে। নির্মাণে ব্যয় হয়েছে আড়াই কোটি টাকা।
দলীয় সূত্রও জানায়, দলীয় কার্যালয়ে ইন্টারনেট সংযোগসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। থাকবে মিডিয়া সেল। এজন্য কম্পিউটার কেনা হবে। জেলা আওয়ামী লীগের সকল তথ্য নিয়ে একটি ওয়েবপেজ করা হবে। সব তথ্য সেখানে থাকবে।
বাংলাদেশের মধ্যে এত আধুনিক ও বড় দলীয় কার্যালয় আওয়ামী লীগসহ অন্য কোনো দলের নেই। উদ্বোধন করতেও জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরো দলীয় কার্যালয় আলোকসজ্জা করা হয়েছে। এনএস রোড জুড়ে তৈরি করা হয়েছে অসংখ্য তোরণ। যুবলীগের পক্ষ থেকে ছোট ছোট দুই শতাধিক বিলবোর্ড ও ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো মজমপুর গেট থেকে এনএস রোডের দলীয় কার্যালয় পর্যন্ত।
শনিবার বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।