ইসরায়েলের পক্ষে অবস্থান ঘোষণা করলেন সৌদি রাজপুত্র

ঢাকা: ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধে ইসরায়েলের পক্ষাবলম্বন করবেন বলে জানিয়েছেন সৌদি রাজপুত্র আল ওয়ালিদ বিন তালাল। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যদি ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদার (বিদ্রোহ) কোনো আভাস পাওয়া যায় তাহলে তিনি ইসরায়েলকে সমর্থন দেবেন সক্রিয়ভাবে।

এছাড়াও তিনি আরও বলেন, ইসরায়েলে ইহুদি জাতির ক্ষতিসাধনকারী যেকোনো আরব যৌথ উদ্যোগকে ভেস্তে দিতেও তিনি কাজ করবেন।

রাজপুত্র বলেন, ‘আমি ইসরায়েলের বিরুদ্ধে সব আরব অপতৎপরতাকে নস্যাৎ করে দেবো। আমি মনে করি আরব ইসরায়েল সুসম্পর্ক ইরানের বিপজ্জনক আগ্রসনকে ঠেকিয়ে দেবে।’

কুয়েতি একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রাজপুত্র আল ওয়ালিদ বিন তালাল উপসাগরীয় রাষ্ট্রসমূহে ইরানের ক্রমবর্ধমান প্রভাবকে ঠেকাতে তেল আবিবের সঙ্গে যৌথ সহযোগিতার ওপর জোর দিতে সৌদি বাদশাহির প্রতি আহ্বান জানিয়েছেন। রাজপুত্র একযোগে কুয়েত, বাহরাইন, কাতার, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে সৌদি মদদপুষ্ট সিরীয় বিদ্রোহীদের সমর্থন যোগার করতে এক সফরে গিয়ে এ কথা বলেন।




১৫ thoughts on “ইসরায়েলের পক্ষে অবস্থান ঘোষণা করলেন সৌদি রাজপুত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *