সৌদি আরবে পৌরসভা নির্বাচনে অন্তত ১ হাজার ৩৯ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশটির ২৮৪ টি পৌরসভা পরিষদের মধ্যে ২১২টি আসনে অর্থাৎ ৭৫ ভাগ আসনেই নারীরা প্রার্থী দিয়েছে। খবর আরব নিউজের
পৌরসভা নির্বাচন নির্বাহি কমিটির প্রধান জাদে আল-কাহতানি জানিয়েছে একাধিক নারী পৌরসভা নির্বাচনের জন্যে মনোনয়ন লাভ করেছেন। এর মধ্যে দিয়ে জনসেবা করার একটা তীব্র ইচ্ছা সৌদি আরবের নারীদের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তিনি বলেন, পৌরসভা পরিষদের নির্বাচন গুরুত্বপূর্ণ কারণ নাগরিকদের দৈনন্দিন ও সামাজিক জীবনে পরিষদ বড় ধরনের ভূমিকা পালন করে।
সৌদি আরবে নারীরা পৌরসভার কাজ করার সুযোগ পেলে ভবিষ্যতে তারা গণপ্রতিনিধি হিসেবে আরো বড়ধরনের কাজ করার সুযোগ ও অভিজ্ঞতা অর্জন করবেন বলে মনে করছেন দেশটির স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। এজন্যে তাদের এ নির্বাচন খুব গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। কারণ নাগরিক জীবনে অনেক সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে সৌদি আরবের নারীদের সত্যিকার ভূমিকা পালন করতে হবে।
Md Azizul liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
MG Azam liked this on Facebook.