আওয়ামীলীগের লাথি খাইবার আগে কেনো আওয়ামীলীগের বিরোধিতা করা হয় না?

আওয়ামীলীগের শাসন শুরু হয় ১৯৭২ সাল থেকে। কোন রকম নির্বাচন ছাড়াই শেখ মুজিব বাংলাদেশের রাস্ট্রপ্রধান হয়ে যান। শেখ মুজিব বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন নাই। বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শেখ মুজিব পাকিস্তানে ছিলেন। পাকিস্তান আর্মী ভারতের আর্মীর কাছে যখন আত্মসমর্পন করে তখন সেখানে বাংলাদেশের কোন মুক্তিযোদ্ধা বা অস্থায়ী সরকারের প্রতিনিধি উপস্থিত ছিলেন না। যারা শেখ মুজিবের প্রতি আস্থা এনে ঘাড় অবনত করে লুটপাটে অংশ নেন তারা ছাড়া বাকী সবাইকে দৌড়ের উপরে থাকতে হয় ১৯৭২ সাল থেকে। তখনকার বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ জানেন ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশে কি কি ঘটেছিল। শেখ মুজিব ও তার রাজনৈতিক দল আওয়ামীলীগ কিভাবে বাংলাদেশ শাসন করে। সব রাজনীতিবিদ, সব সাংবাদিক, সব বুদ্ধিজীবি, সব শিক্ষিত অশিক্ষিত নারীপুরুষ যারা এখনো জীবিত আছেন তারা জানেন সেসময়ে কি কি ঘটেছিল। শেখ মুজিব, রক্ষীবাহিনী, মুজিবের গুন্ডাবাহিনীর নির্যাতন, হত্যা, লুট, দুর্নীতি, ধর্ষনের কথা সবাই জানেন। বাংলাদেশের সেই সব মানুষেরা এখন তাদের ছেলেমেয়েদের জন্ম দিয়েছেন এবং সেইসব ছেলেমেয়েরা এখন দেখছেন শেখ মুজিবের ভক্তদের । শেখ মুজিবের ভক্তদের যখন শেখ হাসিনা লাথি দিয়ে বের করে দেয় তখনই এরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে। এরা কেউ মুজিবের বিরুদ্ধে কথা বলে নাই বা বলে না। এর কারণ কি? শেখ মুজিবের শাসনামলের সাথে শেখ হাসিনার শাসনামলের কি কোন পার্থক্য আছে?

কি কি পার্থক্য?
শেখ মুজিবের রক্ষিবাহিনীকে ভারত থেকে জেনারেল এসে ট্রেনিং দিয়েছিল বাংলাদেশে মানুষ হত্যা করার জন্য।
শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ, র‍্যাব, গুন্ডা সবাইকে ব্যবহার করে বা করছে বাংলাদেশের মানুষ হত্যা করার জন্য।

আর কি পার্থক্য?
দুর্নীতিতে উন্নতি হয়েছে
চুরি, ডাকাতি, লুট, প্রতারণা, ধর্ষন, হত্যা, ভুয়া মামলা, নির্যাতন, ক্রসফায়ার সবই আগের মত আছে।
কোন পার্থক্য নাই। শেখ মুজিবের পোলারা (কাদের সিদ্দিকী ইত্যাদি) তখন খাইত এখন সে সুযোগ পাচ্ছেনা বা পদ পায়নি সেজন্য কি আওয়ামীলীগের হাসিনা খারাপ হয়ে গেছে?

দেশ ও দেশের জনগনের উপরে জুলুম করার কারণে মুজিব, হাসিনা বা আওয়ামীলীগ খারাপ হয় নাই। নিজেদের ব্যক্তিগত সুযোগ সুবিধা থেকে কিঞ্চিৎ বঞ্চিত হবার কারণে এরা খারাপ হয়েছে। আওয়ামীলীগের কাছ থেকে লাথি খাবার আগে কেনো এইসব নেতারা আওয়ামীলীগের বিরোধিতা করে নাই?
দেশ ও দেশের জনগনের জন্য এইসব নেতাদের কোন মাথাব্যাথা নাই। এদের নিজেদের ব্যাঙ্ক ব্যালান্স বৃদ্ধি পেতে সমস্যা হবার কারনেই এদের এত হাহাকার আর আহাজারি।

এই ডিডিওতে দেখা যায় শেখ মুজিবের আমল। সবাই মিলিয়ে নিন যদি কোন মিল খুঁজে পান




৬ thoughts on “আওয়ামীলীগের লাথি খাইবার আগে কেনো আওয়ামীলীগের বিরোধিতা করা হয় না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *