পশ্চিমা দেশগুলো দ্বৈত ভূমিকা পালন করছে, অভিযোগ পুতিনের

সিরিয়াতে পশ্চিমা দেশগুলো দ্বৈত ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সোচিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তব্যে পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করছে এবং একইসঙ্গে কিছু গোষ্ঠিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তিনি বলেন, রাশিয়ার সামরিক অভিযানের ফলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য গত চার বছরের গৃহযুদ্ধের একটি রাজনৈতিক সমাধানে আসার পরিবেশ তৈরি হবে। পুতিন ইঙ্গিত করেন যে, তথাকথিত ইসলামিক স্টেটের সঙ্গে লড়াইয়ে বিদ্রোহী দলগুলোকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য প্রস্তত রয়েছে সিরিয় সরকার। পুতিন বলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদের মস্কো সফরকালে এধরণের একটি যৌথ বাহিনীর বিষয়ে তার মতামত জানতে চেয়েছিলেন এবং আসাদ ইতিবাচক উত্তর দিয়েছেন। সিরিয় এবং ইরাকি সরকারের সাথে যোগ দিয়ে আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য কুর্দি বাহিনীর প্রতি আহবান জানান পুতিন। পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে দ্বৈত ভূমিকা পালনের অভিযোগ করলেও তিনি বলেন, সন্ত্রাসবাদের হুমকির ফলে পশ্চিমা দেশগুলো এবং রাশিয়ার জন্য এক সঙ্গে কাজ করার একটি সুযোগ তৈরি হয়েছে। তবে অভিযান বর্ধিত করে ইরাকে আইএসের ওপর বিমান হামলার কোন পরিকল্পনা রাশিয়ার নেই বলেও জানান রুশ প্রেসিডেন্ট। সূত্র : বিবিসি

২ thoughts on “পশ্চিমা দেশগুলো দ্বৈত ভূমিকা পালন করছে, অভিযোগ পুতিনের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *