রিভিউতে মৃত্যুদণ্ড বাতিল হওয়ার সম্ভাবনা ক্ষীণ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘আমি আশা করি, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় পুনর্বিবেচনায় (রিভিউ) মৃত্যুদণ্ড বহাল থাকবে।’

আজ বুধবার দুপুরে সাকা চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদনের পর সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় মাহবুবে আলম এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘একজন আইনজীবী এবং ফৌজদারি মামলার অভিজ্ঞতার আলোকে বলতে পারি, রিভিউতে তাঁদের মৃত্যুদণ্ড বাতিল হওয়ার সম্ভাবনা ক্ষীণ।’ তিনি বলেন, ‘এসব রিভিউ আবেদনের শুনানি যেন দ্রুত করা হয়, সে জন্য আগামীকালের মধ্যে আমরা আবেদন করব। আগামী মঙ্গলবার ২০ অক্টোবর চেম্বার আদালত আশা করি, শুনানির জন্য দিন ধার্য করে দেবেন।’




৬ thoughts on “রিভিউতে মৃত্যুদণ্ড বাতিল হওয়ার সম্ভাবনা ক্ষীণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *