বিপ্লবী মাসুদ রানার অসহায় পরিবারের পাশে আমরা তৃনমূল হেল্প সেল

প্রিয়নেতা তারেক রহমানের জন্মভূমি বগুড়ার রাজপথের আন্দোলন.সংগ্রামে আলোচিত বিপ্লবী কারাবন্দী বগুড়া শহর শাখা যুবদলের সংগ্রামী সভাপতি মাসুদ রানার পরিবাকে নগদ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান তার ছেলে সনির হাতে তুলে দেওয়া হয় আজ ছাত্রদল নিউজ তৃনমূল হেল্প সেল এর পক্ষ থেকে ।।
এই সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার মোঃ হেলাল এবং তৃনমূল হেল্প সেল এর উপদেষ্টা পরিষদের সদস্য মেসবাহ উদ্দিন হেল্প সেল এর সদস্য ফখরুল,শাওন,অনিক.মিঠু.রাজুু সহ অন্যরা ।।
উল্লেখ্য;গত ২ই মে মাসুদ রানাকে গ্রেফতার করে আওয়ামী পুলিশ অজ্ঞান স্থানে ক্রসফায়ারের জন্য নিয়ে গিয়ে শরীরে বেশ কয়েকটি শর্টগানের গুলি করে । ভাগ্যক্রমে বেঁচে যায় তিনি ।
এখন গুরুতর আহত হয়ে পঙ্গু হওয়ার পথে এবং গ্রেফতার অবস্হায় কারাগারে চিকিৎসাধীন আছেন তিনি দীর্ঘ ৬ মাস ১০৪ একশত চারটি মামলার আসামী নিয়ে ।
বর্তমানে আর্থিক দুঃঅবস্থান কারনে উন্নত চিকিৎসা ও ১০৪ টি মামলা জামিন করানোর মত পথ নেয় অসহায় পরিবারটির । আর এমন অভিযোগের প্রেক্ষিতে আমাদের তৃনমূল হেল্প সেল থেকে সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারটি পাশে দাঁড়ানোর । এবং সেই অনুযায়ী আমাদের প্রধান সমন্য়কারী যুবদলের আর্ন্তজাতিক বিষয়ক সহ-সম্পাদক এনামুল হক ভাই এর নির্দেশে ধারাবাহীক কার্যকমের অংশ হিসেবে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয় অসহায় পরিবারটি থাকে ।




৯ thoughts on “বিপ্লবী মাসুদ রানার অসহায় পরিবারের পাশে আমরা তৃনমূল হেল্প সেল

Leave a Reply to Moin Ahmed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.