হসনি কুনিও আলুর ব্যবসা করেন, উনি জাপানী ননঃএইচটি ইমাম

রংপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানি নাগরিক হসনি কুনিও’র কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেন, হসনি কুনিও জাপানি নাগরিক নয়, তিনি বাংলাদেশি এবং তিনি এখানে আলুর ব্যবসা করেন। শনিবার ঢাকা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের এইচটি ইমাম বলেন, হসনি কুনিও’র সম্পর্কে আমরা ইতোমধ্যে খোঁজ খবর নিয়েছি। তিনি একজন আলুর ব্যবসায়ী এবং বাংলাদেশি নাগরিক।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য শেখ সেলিম বলেন, এটা একটি ষড়যন্ত্র, যারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সন্তষ্ট নয়, তারাই দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং বাংলদেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে চিন্তা করে।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে দশটার দিকে রিকশা যোগে রংপুরের মাহিগঞ্জের আলুপাড়া এলাকা পার হচ্ছিলেন হসনি কুনিও। এ সময় মুখোশধারী দুর্বৃত্তরা তার উপর অর্তকিতভাবে গুলি ছোড়ে। তারা তিনজন ছিলেন এবং মোটরসাইকেল যোগে এসেছিলো। আর অন্যরা রাস্তার আশপাশেই ছিল। জাপানের নাগরিককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। নিহত হসনি ক‍ুনিও’র শরীরের বিভিন্ন অংশে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন জানিয়েছেন, এক বছরের ভিসা নিয়ে বাংলাদেশে আসা জাপানি এই নাগরিক, রংপুরে চারমাস ধরে অবস্থান করছিলেন। শহরের মুন্সীপাড়া এলাকায় তিনি থাকতেন। তবে এ ব্যাপারে পুলিশকে কিছুই জানানো হয়নি বলেও দাবিন তিনি। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

অপরদিকে জাপানি নাগরিক নিহতের ঘটনা পর্যবেক্ষন করছে ঢাকার জাপান দূতাবাস। জাপান দূতাবাসের একজন কর্মকর্তা জানান, আরো তথ্য সংগ্রহ করে এই হত্যাকাণ্ডের বিষয়ে তারা কথা বলবেন।

এ আর




২০ thoughts on “হসনি কুনিও আলুর ব্যবসা করেন, উনি জাপানী ননঃএইচটি ইমাম

Leave a Reply to probasnews24.com Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.