যৌতকু দাবিতে লক্ষ্মীপুরে স্ত্রীকে ভয়াবহ নির্যাতন চালিয়েছে এক পাষণ্ড। ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী পরভিন আক্তারকে মারধর করে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ছ্যাকা দিয়ে ও মরিচের গুড়া লাগিয়ে নির্যাতন চালায় ওই পাষণ্ড।
পারভীন আক্তারের পরিবার আজ বৃহস্পতিবার দুপুরে স্বামী মুরাদ হোসেন ও শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন। বর্তমানে ওই গৃহবধূ লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বুধবার রাতে লক্ষ্মীপুর পৌর শহরের আঠিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার পারভীন আক্তার ও তার মা শিউলি আক্তার জানায়, গত ৪ মাস পূর্বে লক্ষ্মীপুর পৌর শহরের আঠিয়াতলী গ্রামের আবু ছিদ্দিকের ছেলে মুরাদ হোসেন এর সঙ্গে পারভীন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর ৫০ হাজার টাকা যৌতুক নেয় মুরাদ হোসেন। এরপর সে আবারো ৩ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে মুরাদ ও তার পরিবার। দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় বুধবার রাত ৮ টার দিকে ঘরের দরজা বন্ধ করে মুরাদ, তার ভাই রিয়াজ, মা মনোয়ারা বেগমসহ পারভীন আক্তারকে মারধর করে। এক পর্যায়ে লোহার শিক গরম করে ছ্যাকা ও চোখে মুখে এবং গোপনাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দেয়। খবর পেয়ে পারভীনের মা ও বাবা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
এ বিষয়ে সদর থানায় লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কমলাশীষ রায় জানান, পারভীনের বুকে চ্যাকার চিহ্ন রয়েছে। এছাড়া গোপনাঙ্গে (লজ্জা স্থানে) মরিছের গুড়া দিয়ে নির্যাতন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগের আলোকে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ আর
Laltu Hossain liked this on Facebook.
Zahidul Islam Shahin liked this on Facebook.
Neba Rahman liked this on Facebook.
Raju Ahmed liked this on Facebook.
Mohammed Ajgor Ali liked this on Facebook.
Jahangir Alom liked this on Facebook.