মিনায় হাজী নিহতের ঘটনায় ধামাচাপা দেয়ার চেষ্টা সৌদি সরকারের

মক্কার মীনায় পদদলনে ৭ শতাধিক হাজীর মৃত্যুর ঘটনায় বারবারই সামনে আসছে অব্যবস্তাপনার প্রসঙ্গটি। কমবেশি সবাই মানছেন, যথাযথ ব্যবস্থাপনা থাকলে এমন ঘটনা এড়ানো সম্ভব। তবে এরইমধ্যে চলছে দোষারোপের রাজনীতিও। তেহরানভিত্তিক সংবাদমাধ্যম বলছে, বাদশাহ-পুত্রের গাড়িবহরের কারণেই এমন ঘটনা ঘটেছে।

মিনায় নিহতদের মধ্যে শতাধিক ইরানি নাগরিককে চিহ্নিত করা হয়েছে বলে দাবি তেহরানভিত্তিক সংবাদমাধ্যম তেহরান রেডিও’র। অনাকাঙ্ক্ষিত এই প্রাণহানির জন্য সৌদি আরবের হজ ব্যবস্থাপনা এবং নিরাপত্তার অভাবকে দায়ী করেছে ইরান। একইসঙ্গে সৌদি আরবের কাছে এর অন্য কোনও ব্যাখা নেই বলেও দাবি করেছে দেশটি।

নিজস্ব সূত্রের বরাতে তেহরান রেডিও আরও দাবি করে, সৌদি রাজার ছেলের গাড়ি বহর মিনা শহরের কেন্দ্রস্থলে আসায় তীব্র ভিড় দেখা দেয়া এবং মূলত এ কারণেই পদপিষ্ট হয়ে হজযাত্রীদের মৃত্যু ঘটেছে। লেবাননের আরবি দৈনিক আদদিয়ার বরাতে তারা লিখেছে, শাহজাদা মুহাম্মাদ বিন সালমানের গাড়ি বহরই প্রাণঘাতী এই বিপর্যয় সৃষ্টির মূল কারণ। তার বিপুল গাড়ি বহর ও নিরাপত্তা প্রহরা মিনার প্রায় ৫ কিলোমিটার এলাকা দখল করে নেয়। শাহজাদার সঙ্গে ছিল ২০০ সেনা ও ১৫০ পুলিশ কর্মকর্তা।

তেহরান রেডিও আরও দাবি করে, সৌদি সরকার এ বিষয়টিকে ধামাচাপা দেয়ার জন্য হজের সময় মিনায় সালমানের সফর বা তার উপস্থিতি সংক্রান্ত খবর প্রচার নিষিদ্ধ করেছে বলে লেবাননি দৈনিকটি উল্লেখ করেছে। সূত্র: বিবিসি, তেহরান রেডিও

এ আর

৩ thoughts on “মিনায় হাজী নিহতের ঘটনায় ধামাচাপা দেয়ার চেষ্টা সৌদি সরকারের

Leave a Reply to গাজী মোতালেব Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.