‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত

ঢাকা: ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ এই ধ্বনিতে মুখরিত হচ্ছে আজ (বুধবার) আরাফাতের ময়দান। হজের তিনটি ফরজের মধ্যে ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা সবচেয়ে তাৎপর্যপূর্ণ। হজযাত্রীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করছেন। কেউ পাহাড়ের কাছে, কেউ সুবিধাজনক জায়গায় বসে ইবাদত করছেন।

আরাফাতের মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শাইখ। দৃষ্টিশক্তিহীন এ ইমাম তুলে ধরেছেন মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি ও কোরআন-হাদিসের আলোকে করণীয় দিকনির্দেশনা।

মিনায় ফজরের নামাজ আদায় করেই ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে মক্কা নগরী থেকে ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানের উদ্দেশে হজযাত্রীরা রওনা হন। যেখানে মহানবী (সা.) বিদায়ী ভাষণ দিয়েছিলেন। হজযাত্রীরা আরাফাতের ময়দানে এসে নিজ নিজ খিমায় আশ্রয় নিবেন।

এইদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করার নামই হজ। এখানেই দিনভর এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন তারা। এর আগে-পরে অন্যান্য আনুষঙ্গিক কাজ করার মাধ্যমে হজের পরিপূর্ণতা শেষ করা হয়।

সূর্যোদয়ের পরপরই হজযাত্রীরা মিনা থেকে ট্রেনে, বাসে বা হেঁটে রওনা হয়েছেন আরাফাতের ময়দানের উদ্দেশে। আরাফাতের ময়দানে খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা। তারা সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। রাতে সেখানে অবস্থান করবেন খোলা মাঠে। শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন সেখান থেকে।

মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা কেউ ট্রেনে, কেউ গাড়িতে, কেউ হেঁটে মিনায় যাবেন এবং নিজ নিজ তাঁবুতে ফিরবেন। মিনায় বড় শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে বা মুণ্ডন করে গোসল করবেন। সেলাইবিহীন দুই টুকরা কাপড় বদল করবেন। এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন।

কাবা শরিফের সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় সাঈ করবেন। সেখান থেকে তারা আবার মিনায় যাবেন। মিনায় যত দিন থাকবেন, তত দিন তিনটি (বড়, মধ্যম, ছোট) শয়তানকে ২১টি পাথর নিক্ষেপ করবেন। এরপর আবার মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফিরবেন। জামারায় শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের পর হাজিদের পশু কোরবানির প্রস্তুতি নিতে হয়। তারা কাল কোরবানি দেবেন।

হজ পালন করতে এসে যারা অসুস্থতার জন্য হাসপাতালে চিকিৎসাধীন, তাদেরও অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দানে স্বল্প সময়ের জন্য আনা হবে। কারণ, আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া হজের অন্যতম ফরজ।

গত সোমবার লাখো ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করতে মিনায় পৌঁছান। গতকাল মঙ্গলবার তারা মিনায় অবস্থান করেন। তারা নিজ নিজ তাঁবুতেই নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করেন। মিনা থেকে আজ তারা আরাফাতে পৌঁছেছেন। ‘হজ’ শব্দের আভিধানিক অর্থ ‘ইচ্ছা করা’। ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের একটি হজ। বাংলাদেশসহ ১৫০টির বেশি দেশ থেকে এবার প্রায় ২০ লাখ মানুষ হজ পালন করছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে এসেছেন ১ লাখ ৬ হাজারের বেশি।




১৭ thoughts on “‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত

Leave a Reply to Sohel Khalasi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.