সেনবাগে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধষর্ণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সেনবাগঃ  নোয়াখালীর সেনবাগ উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এক ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে (১৪) নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুইদিন ধরে আটকে রেখে মুখবেধে রাতভর ধর্ষণ করেছে বখাটে দর্জি দোকানদার রাজু (২৫)। তাকে এ ঘটনায় সহযোগিতা করেছে তার সহযোগী শাহাদাত(২০) ও রবিন(১৯) নামের দুই বখাটে।

ধর্ষণকারীর ফাঁসি ও দোষীদের গ্রেফতারের দাবীতে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে দুপুরে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী ছিলোনিযা বাজারে ও বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালণ করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা ।

11249479_846149978838182_6424984346448675985_n

এসময় এলাবাসী ধর্ষণকারীদের ফাঁসি ও গ্রেফতারের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয় ।

শেষে বক্তব্য রাখেন- কুতুবউদ্দিন পটোযারী, মিজানুর রহমান ভূঁইয়া, মোঃ মো¯তফা, মো: লিটন, মহিন উদ্দিন প্রমুখ।উল্লেখ্য উক্ত ঘটনায় ৫ দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ ঘটনায় সাথে জড়িতদের গ্রেফতার করতে পারে নাই।

১৩ thoughts on “সেনবাগে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধষর্ণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Leave a Reply to Md Azizul Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.