জাসাস নেতা জাহাঙ্গীর শিকদারের হুংকার

আজ ১৪’ই সেপ্টেম্বর ২০১৫ ইং সোমবার বিকাল ৪ ঘটিকায় জাসাস ঢাকা মহানগর উত্তর এর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর (উঃ) এর আহবায়ক ডাঃ আরিফুর রহমান মোল্লা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসাস ঢাকা মহানগর (দঃ) এর সভাপতি জনাব আলহাজ্ব জাহাঙ্গীর আলম শিকদার।

প্রধান অতিথি জাহাঙ্গীর শিকদার তার বক্তব্যে বলেন, এখন দেশ ও দলের দুঃসময় তাই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র কেননা বিশ্ব দেখেছে কিভাবে ৫ই জানুয়ারি বিনা ভোটে নির্বাচন করেছে এ সরকার। এই সরকার নাকি গণতন্ত্র বিশ্বাস করে?! যেই সরকার ডিজিটাল বাকশাল সরকার, সামান্য ফেসবুকে কেউ সত্য কথা লিখলেও তাকেও ৫৭ ধারায় জেলে নিয়ে যায়; সেই সরকার কি গণতন্ত্র বিশ্বাস করে?! আমাদের দলের নেতা-কর্মীরা যতো গুম আর খুন হয়েছে এই হিসাব আমরা আজ নেই আর আগামীকাল নেই আমরা অবশ্যই নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ্‌। আপনাদের সবার মনে রাখতে হবে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পতন ঘটাতে না পারলে জাতীয়তাবাদী শক্তি অস্তিত্বের সংকটে পড়বে। এই জন্যে দলকে ঢেলে সাজাতে হবে এবং আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাসাসকে নতুন করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি উপহার দিবেন। এজন্য সবাইকে প্রস্তুত থাকার আহবান জানাচ্ছি।

সভায় আরও বক্তব্য রাখেন মহানগর (উঃ) এর যুগ্ম আহবায়ক এস এম আনসার, হাশিবুল হাসান শুভ্র, বরকত আলী, অধ্যাপক আশরাফ শাহিন, আনোয়ার হোসেন আনু, ইসহাক মোল্লা, বাবু, জাহাঙ্গীর আলম বাবু সহ অন্যান্য যুগ্ম আহবায়ক ও থানার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। সভায় প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটি পুনর্গঠন করে আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

২ thoughts on “জাসাস নেতা জাহাঙ্গীর শিকদারের হুংকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *