‘বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে ত্রিপোলিতে এমাজউদ্দিনের বৈঠক হয়’

ঢাকা : ঢাকা বিশ্ববদ্যিালয়রে সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে লিবিয়ার ত্রিপোলিতে গিয়ে বৈঠক করেছিলেন বলে দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মিজানুর রহমান।

তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা দেশে থেকে প্রথমে বার্মা যায়। তাদের সেখানে নিরাপদে পাড়ি জমাতে সহায়তা করেন জিয়াউর রহমান গংরা। এরপর জাতির পিতার খুনিদের পাঠানো হয় লিবিয়াতে। পরে বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিনের নেতৃত্বে একটি বুদ্ধিজীবী দল গিয়ে ত্রিপোলিতে বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে বৈঠক করেন। আজ আমি এ কথা বলতে বাধ্য হচ্ছি।’

বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ঢাকা মহানরগর আওয়ামী লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায়’ তিনি এ কথা বলেন।

দিনে দিনে মুক্তিযুদ্ধের প্রজন্মের পাশাপাশি রাজাকারের প্রজন্মও তৈরি হচ্ছে উল্লেখ করে জবি ভিসি বলেন, ‘খালেদা জিয়াকে বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে কেক না কাটার জন্য এই এমাজউদ্দিনই আহ্বান জানিয়েছেন। কিন্তু খালেদা জিয়া সেই দিন কেক কাটলেন আর তার পাশেই ছিলেন এমাজউদ্দিন আহমেদ। জাতির জন্য কতটা দুঃখজনক বিষয়টি।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, নগরের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল ইসলাম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

৮ thoughts on “‘বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে ত্রিপোলিতে এমাজউদ্দিনের বৈঠক হয়’

Leave a Reply to Feardaous Hasan Roney Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.