ভারতের রাজধানী নয়াদিল্লির গুরগাঁওয়ে অবস্থিত সৌদি আরবের দূতাবাসে কর্মরত এক সৌদি কূটনীতিকের বিরুদ্ধে দুই নেপালি নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একটি এনজিওর গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে কূটনীতিকের বাসায় অভিযান চালিয়ে ওই দুই নারীকে উদ্ধার করে পুলিশ। তারা ওই কূটনীতিকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
উদ্ধারের পর ওই দুই নেপালি নারী পুলিশকে জানিয়েছেন, চার মাস আগে তারা ওই বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেন। কয়েক দিন আগে তাদের বাসায় আটকে রাখন ওই কূটনীতিক। এরপর তাদের ওপর ধর্ষণসহ অমানবিক যৌন নির্যাতন চালান তিনি।
ওই কূটনীতিকের বিরুদ্ধে মঙ্গলবার পুলিশ প্রাথমিক অভিযোগ (এফআইআর) গ্রহণ করেছে। কিন্তু এফআইআরে সৌদি কূটনীতিকের নাম লেখা হয়নি। কূটনীতিক হিসেবে তিনি হয়তো গ্রেফতার এড়াতে সক্ষম হবেন এবং একইসঙ্গে ভারতীয় দণ্ডবিধি থেকে অব্যাহতি পাবেন।
সৌদি সরকার যদি কূটনীতিকের দায়মুক্তি দিতে না বলে এবং ভারত সরকার তা নিশ্চিত করে, কেবল তখনই অভিযুক্ত কূটনীতিকের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে থানা পুলিশ। তবে টাইমস অব ইন্ডিয়া অসমর্থিত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সৌদি সরকার নাকি ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ বলেছে।
উল্লেখ্য, মাইতি-ইন্ডিয়া নামে একটি এনজিও বিষয়টি প্রথমে পুলিশকে জানায়। গত ১০ দিন আগে ওই বাসা থেকে চলে যাওয়া আরেক গৃহকর্মীর কাছ থেকেই তথ্য পায় এনজিওটি। পরে তারা পুলিশকে অবহিত করে এবং পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
Jafar Khan liked this on Facebook.
Md Abdullah All Fahad liked this on Facebook.
Abul Islam liked this on Facebook.
Jashim Uddin Tukon liked this on Facebook.
MG Azam liked this on Facebook.