অদ্য ৮’ই সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার বিকাল ৪-টায় নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস মহানগর ঢাকা দক্ষিণের নিউমার্কেট থানার এক কর্মি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার। বিশেষ অতিথি ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না। জাসাস ঢাকা উত্তরের আহ্বায়ক ডাঃ আরিফুর রহমান মোল্লা, জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠানিক সম্পাদক কাজি আনোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন নিউমার্কেট থানা ঢাকা জাসাসের সভাপতি গাজি মুকসুদ আলম জুয়েল। সঞ্চালনা করেন নিউমার্কেট থানা ঢাকা জাসাসের সাধারণ সম্পাদক কাজী আলমগির হোসেন। সভায় উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন ইমন, নজরুল ইসলাম সহ জাসাস ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের মধ্যে আব্দুল কাদের হৃদয়, মিজানুর রহমান প্রমুখ। সভায় নিউমার্কেট থানা জাসাসের সভাপতি হিসেবে গাজি মুকসুদ আলম জুয়েল, সিনিয়র সহ-সভাপতি কাজী ইমরুল, সাধারণ সম্পাদক কাজী আলমগির হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদ আলম, সাংগঠানিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লাল সহ নিউমার্কেট থানা জাসাসের কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাসাস মহানগর ঢাকা দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার বলেন, “গুলি, গুম, খুন, নির্যাতনকারী অবৈধ সরকারকে অবশ্যম্ভাবী পতন ঘটানো লক্ষে জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সকল থানাকে ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গতিশীল রেখে আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ্।” তিনি কর্মিদের উদ্দেশ্যে আরো বলেন, “আপনারা স্ব স্ব এলাকায় সংগঠনকে আরো গতিশীল ও সক্রিয় করার লক্ষে কর্মি সংগ্রহ করে নিজ থানা শক্তিশালী হয়ে জাসাস মহানগর ঢাকা দক্ষিণকে শক্তিশালী করুন। জাসাস ঢাকা মহানগর দক্ষিণ শক্তিশালী হলে জাসাস কেন্দ্র শক্তিশালী হবে এবং জাসাস কেন্দ্র শক্তিশালী হলে বিএনপি তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে। এভাবে তৃনমূল পর্যায় থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সবাইকে নিয়ে আগামী দিনে খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করে তারন্যের অহংকার তারেক রহমানকে রাষ্ট্র নায়ক হিসেবে দেখতে চাই।”
MadZy Anik MoLlick liked this on Facebook.
Homayun Dastagir liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.