দশ হাজার টাকার জন্য নববধূকে খুন

নীলফামারীতে মাত্র ১০ হাজার টাকা যৌতুক না পেয়ে গোলাপী বেগম (১৮) নামের এক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তেলীপাড়াস্থ তিস্তা সেচ খালের পাড় থেকে গোলাপীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পাষণ্ড স্বামী তুফানকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

তুফান নীলফামারীর সদর উপজেলার চাপড়াসরমজানি ইউনিয়নের নয়াপাড়ার গ্রামের নূর ইসলামের ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, যৌতুকের দাবিকৃত ১০ হাজার টাকা না পেয়ে শ্বশুরের ওপড় ক্ষিপ্ত হয়ে স্ত্রী গোলাপী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে তুফান।

কিছুদিন আগে নববিবাহিতা স্ত্রীকে নিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বৈরী হরিণবাড়ী গ্রামের শ্বশুর বাড়িতে যায় তুফান। বুধবার সকালে শ্বশুর চাঁন মিয়ার কাছে প্রথমে এক লক্ষ, দ্বিতীয়বার ৫০ হাজার এবং সর্বশেষে ১০ হাজার টাকার যৌতুক দাবি করে তুফান। এসময় ভ্যানচালক শ্বশুর চাঁন মিয়া নিজের উপার্জনের একমাত্র বাহন রিক্সাভ্যানটি দুই হাজার টাকায় বিক্রি করে তুফানের হাতে টাকা তুলে দেন। কিন্তু দাবিকৃত ১০ হাজার টাকা না পেয়ে শ্বশুরের উপর ক্ষিপ্ত বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে নীলফামারীর উদ্দেশে শ্বশুরবাড়ি ত্যাগ করেন তুফান।

রাত সাড়ে ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার চাপড়াসরমজানি ইউনিয়নের নয়াপাড়া আসার পথে সৈয়দপুর উপজেলার খিয়ারজুম্মা নামক স্থানে বাস থেকে স্ত্রীকে নিয়ে নেমে পড়েন। সেখান থেকে স্ত্রী নিয়ে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তেলীপাড়ার তিস্তা সেচ খালের পাড়ের নির্জন পথ দিয়ে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে স্ত্রী গোলাপীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

হত্যার এক ঘণ্টা পর তুফান তার পরিবারের লোকজনকে মুঠোফোনে জানায় দুর্বৃত্তরা আমাকে মারধর করে গোলাপীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করেছে।

তুফানের পরিবারের লোকজন সৈয়দপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুফানকে উদ্ধারসহ সেখান থেকে গোলাপীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

থানায় তুফানকে জিজ্ঞাসাবাদ শুরু করলে এক পর্যায়ে সে স্বীকার করে মাত্র ১০ হাজার টাকার যৌতুক না পেয়ে স্ত্রী গোলাপীকে হত্যা করেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে গোলাপীর বাবা চাঁন মিয়া বাদী হয়ে জামাতা তুফানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গোলাপীর বাবা চাঁন মিয়া জানান, ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে এক সঙ্গে কাজ করার সুবাদে পরিচয় হয় গোলাপীর সঙ্গে তুফানের। আট মাস আগে তারা বিয়ে করে।

২ thoughts on “দশ হাজার টাকার জন্য নববধূকে খুন

Leave a Reply to Md Azizul Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.