আগাছার expiry date দেখে নিন

কাজের সময় সোনার ছেলে। কাজ ফুরালেই আগাছা। পুড়া শিকড়ই পচে গেছে। উই লেগেছে। শিকড় থেকেই কি উৎপাটন হবে? “আমার ফাঁসি চাই” উপন্যাসের লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু ছিল একজন কাছের লোক। সব আকাম করিয়ে নেবার পরে রেন্টু হয়ে গেল “অবাঞ্ছিত”। সেলিম-দেলোয়ার-আইভী রহমান – সবই আগাছা। কেউ গেছে লড়ির তলে কেউ গেছে বোমাতে উড়ে।

সব নাটকই একদিন শেষ হয় কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদদের নাটক অবিরত টিভি সিরিয়াল। ম্যারাথন ইস্যু। এর শেষ নাই সীমা নাই। দেশ ভেসে যাচ্ছে বন্যায় সে ব্যাপারে কারু কোন মাথা ব্যাথা নাই। দেশের জনগনও আগাছা। তাই বন্যা এসে আগাছা ভাসিয়ে নিয়ে যাচ্ছে এক দিক থেকে অন্যদিকে। উঁচু জাগাতে কিছু আগাছা আটকে আছে। আরো উঁচুতে আছে নর্দমা। সেখান থেকে দুর্ঘন্ধ বের হচ্ছে । সেই নোংরা দুর্ঘন্ধ ঢাকার জন্য নতুন নতুন ইস্যু দেওয়া হচ্ছে।

ইস্যুর কোন অভাব নাই। কেন্দ্রীয় সরকারের আশীর্বাদ মাথার উপরে থাকলেই আর কোন কাজ কাম নাই সবাই মিলে বসে রঙ তামাশা করে কেটে যাক জীবনের রঙ্গিন সময়।

মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী একসময় ভাই ছিল। মাছ দিয়ে ভাত খাইত। এখন প্রভুহীন লোম উঠা কুকুরের মত রাস্তায় বসে ঘেউ ঘেউ করে। নিয়তির নির্মম পরিহাস!! সকলেই এই পথে গেছে সকলেই ফিরেছে মুখে চুনকালি মেখে। আহা! কি প্রশান্তি! শেষ নাই ! শেষ নাই! সংক্রামিত হৃদয়!!

তবু সবাই সেই পথে ধায়। সকলেই লাইসেন্স, পারমিট, চুরি, ডাকাতি, দুর্নীতি, ধর্ষনের সেঞ্চুরী করার সুযোগ চায় সকলেই ক্ষমতা চায়, সকলেই কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায়। চাইবার শেষ নাই। মরিয়া হয়ে মোহাম্মদেরে গালি দেয়, কেন্দ্রীয় সরকার হয়রান হয়ে যায়। এত কুত্তা একসাথে কেমনে পালে?? একজন রাজ্য সরকার একজন বিরোধী দল – ব্যাস বাকীরা সব হয় বিরোধী দলে না হয় রাজ্য সরকারের দলে সহযোগী কুকুর হিসাবে থাকুক। ঘেউ ঘেউ করুক বা তাজা দুধ বিক্রি করুক অথবা তাজা দুগ্ধ পান করুক।
গণজাগরণ মঞ্চের সাফল্যের পরে শাহবাগের মোড় পরিস্কারের কাজ প্রায় শেষের দিকে। ব্লগারদের বিরুদ্ধে যারা আন্দোলনে নেমেছিল তাদেরও সাফ করার কাজ শেষ। ব্লগারদের সাফ করার কাজও প্রায় শেষ। আগাছা দিয়াই আগাছা সাফের কাজ চলছে ক্রমাগত।

গুম, খুন, ফাঁসি, ক্রসফায়ার, আগাছা যতই সাফ করে আরো দেখি বাড়ে। বাংলাদেশ উর্বর দেশ। বাংলাদেশ সম্পদশালী দেশ। বাংলাদেশের নীচে তেল আর উপরে আগাছা। তেল উত্তোলন করার জন্য অপ্রয়োজনীয় আগাছা সাফ করতে হবে। কোন উপায় নাই। আজ আপনি গাছ কাল আপনি আগাছা হইতে পারেন। ইতিহাস পড়েন। শিক্ষা নিন। নাহলে আগাছা হয়ে বা অবাঞ্ছিত হয়ে বা জঙ্গি হয়ে বা যুদ্ধাপরাধী হয়ে বিদায় নিন। সব পন্যের expiry date থাকে। সব কুকুর বা পদলেহনকারীর expiry date আছে।

বিশ্বের সকল পুঁজিপতি দেশ কুকুর প্রজণন করে। বিশ্বের সকল সম্পদশালী দেশে এইসব কুকুরদের পাহাড়া দেবার জন্য রাখা হয়। কুকুরের expiry date আছে। এক কুকুর পাগলা হয়ে যেতে পারে সেজন্য এক একটি সম্পদশালী দেশে দুই থেকে তিনটি এক্সট্রা কুকুর রাখা হয়। সবাই কুকুর হতে চায়। কেউ হয় কেউ হয়না আবার কেউ অপ্রয়োজণীয় কুত্তা হিসাবে আনসার ৪২০ এর হাতে জবাই হয়ে যায়।

৭ thoughts on “আগাছার expiry date দেখে নিন

Leave a Reply to Sumon Khan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.