ঈদে যানজট নিরসনে মহাসড়কে ১৪ ওয়াচ টাওয়ার

ঢাকা: ঈদে যানজট নিরসনে দেশের বিভিন্ন মহাসড়কে ১৪টি ওয়াচ টাওয়ার স্থাপন করবে সরকার।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপাশি লঞ্চ ও বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে দেওয়া হবে না বলেও সভায় সিদ্ধান্ত হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এসব জানান।

তিনি বলেন, আসন্ন ঈদে যানজট নিরসনে মহাসড়কে যানজটপ্রবণ ১৪টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে ওয়াচ টাওয়ার বসানো হবে। ঢাকা, টাঙ্গাইল, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় বিশেষ এ ব্যবস্থা থাকবে।

মন্ত্রী বলেন, যানজটপ্রবণ এলাকায় হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট জেলা পুলিশ যানজট নিরসনে কাজ করবে। পাশ‍াপাশি দ‍ুর্ঘটনা প্রবণ এলকায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও রেকারের ব্যবস্থা থাকবে।

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আসাদুজ্জামান।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খানসহ পুলিশ, আনসার, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *