শাবিতে আন্দোলনকারী শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলা আহত ড. জাফর ইকবালের সহধর্মিনী

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার সকাল ৮টায় উপাচার্য ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের হামলার শিকার হন অধ্যাপক মো. ইউনুছ ও ড. ইয়াসমিন হকসহ অন্তত ১০ শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্যের অপসারণের দাবিতে রবিবার সকাল ৯টা থেকে উপাচার্য ভবনের সামনে পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচী ছিল আন্দোলনকারী ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’র। এর আগে সকাল ৬টা থেকেই উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

সকাল ৭টার দিকে আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্য ভবনের সামনে উপস্থিত হলে ছাত্রলীগ নেতাকর্মীরা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী দাবি করে শিক্ষকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসময় ছাত্রলীগ সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, সহ সভাপতি অঞ্জন রায় ও যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজসহ বেশ কিছু সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় উপাচার্য আমিনুল ইসলাম ভূইয়া তার কার্যালয়ে উপস্থিত হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্যকে তার কার্যালয়ে প্রবেশে বাধা দেয়ার চেষ্টা করেন। শিক্ষকদের বাধা উপেক্ষা করে ছাত্রলীগ নেতাকর্মীরা উপাচার্যকে নিয়ে তার কার্যালয়ে প্রবেশ করেন।

এ সময় ছাত্রলীগকর্মীরা শিক্ষকদের উপর চড়াও হন। এক পর্যায়ে তারা আন্দোলনকারী শিক্ষকদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারধর এবং লাঞ্ছিত করেন।

এতে লাঞ্ছিত হন ড. জাফর ইকবালের সহধর্মিনী ড. ইয়াসমীন হক, অধ্যাপক মো. ইউনুছ, দীপনে দেবনাথ, সৈয়দ সামসুল আলম, মো. ফারুক উদ্দিন, মোস্তফা কামাল মাসুদ, মোহাম্মদ ওমর ফারুকসহ কয়েকজন শিক্ষক।

 

৩ thoughts on “শাবিতে আন্দোলনকারী শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলা আহত ড. জাফর ইকবালের সহধর্মিনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *