কোনো ওসি ঘুষ চাইলে তাকে বেঁধে রেখে পুলিশকে খবর দিতে বললেন আইজিপি

কোনো থানার ওসি ঘুষ দাবি করলে তাকে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছে অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক। তিনি বলেন, মানব পাচারের সঙ্গে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাকে শুধু চাকুরিচ্যুতই করা হবে না, মামলা করে বিচারের আওতায় আনা হবে।এসময় মানব পাচারকারীরা যতই শক্তিশালী কিংবা প্রভাবশালী হোক না কেনো কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারী দেন তিনি। শনিবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক ও মানব পাচার বিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশের আইজি আরো বলেন, দেশের নাগরিক হিসেবে সকলের সামাজিক দায়িত্ববোধ রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই সকলকে ঐক্যবদ্ধভাবে মানব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম, হাইওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে) মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, বাংলাদেশ কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম পিএসসি, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মো. খালেকুজ্জামান পিএসসি, র্যা ব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমদ। সিনিয়র সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্যে রাখেন- কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাস, কক্সবাজার সিভিল

২৬ thoughts on “কোনো ওসি ঘুষ চাইলে তাকে বেঁধে রেখে পুলিশকে খবর দিতে বললেন আইজিপি

Leave a Reply to Abdul Hai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.