ইসরাইলের সাথে হামাসের দীর্ঘমেয়াদী শান্তিচুক্তি হতে যাচ্ছেঃখালেদ মেশাল

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান খালেদ মেশাল নিশ্চিত করলেন যে ইহুদিবাদী ইসরাইলের সাথে দীর্ঘমেয়াদী শান্তিচুক্তির লক্ষ্যে ‘ইতিবাচক যোগাযোগ’ হয়েছে। শুক্রবার একটি আরব ওয়েবসাইটে প্রচারিত এক ভিডিওতে তিনি একথা বলেন। এর আগে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে হামাস ও ইসরাইলের সাথে দীর্ঘমেয়াদী শান্তিচুক্তি নিয়ে আলোচনার খবর প্রকাশিত হলে ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর তা অস্বীকার করেছিল।

আল-আরাবি আল-জাদিদ নামের একটি আরব ওয়েবসাইটে হামাস প্রধান ইসরাইলের সাথে যোগাযোগের কথা নিশ্চিত করেন। ‘এখন পর্যন্ত যোগাযোগ ইতিবাচকই মনে হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা চুক্তিতে পৌঁছাইনি। আমরা আজই বলতে পারছি না যে আমাদের হাতে কিছু আছে। এখন শুধু আলোচনা চলছে,’ বলছিলেন কাতারে নির্বাসিত মেশাল। ‘প্রশ্ন হচ্ছে গাজা সমস্যার সমাধান কিভাবে হবে? আমরা সব প্রচেষ্টার প্রতি উন্মুক্ত: ফিলিস্তিনি, আরব, ইসলামিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক। তবে পশ্চিম তীরের সাথে গাজা উপত্যকার ঐক্যের বিনিময়ে এটা ঘটবে না,’ যোগ করেন মেশাল।

আরব এবং তুর্কি গণমাধ্যমে খবর বেরিয়েছে যে গাজায় ৮ বছর ধরে চলা ইসরাইলি অবরোধ প্রত্যাহারের জন্য হামাস ও ইসরাইলের মধ্যে ১০ বছর মেয়াদী শান্তিচুক্তি হতে পারে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এতে মধ্যস্ততা করছেন। চুক্তি হলে গাজার অবরোধ প্রত্যাহারের বিনিময়ে গত বছর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধে নিহত ইসরাইলি সেনাদের মরদেহ এবং বন্দী সেনাদের ফেরত দেবে হামাস। তবে পশ্চিম তীর শাসনকারী ফাতাহ আন্দোলন হামাসের সাথে চুক্তির বিরোধিতা করছে। ভোটে নির্বাচিত হয়ে ২০০৭ সাল থেকে গাজা শাসন করছে হামাস। সূত্র: এএফপি

এআর

২ thoughts on “ইসরাইলের সাথে হামাসের দীর্ঘমেয়াদী শান্তিচুক্তি হতে যাচ্ছেঃখালেদ মেশাল

Leave a Reply to Moin Ahmed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.