বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস মহানগর ঢাকা দক্ষিণের জরুরি সভা অনুষ্ঠিত

জাসাস মহানগর ঢাকা দক্ষিণের জরুরি সভা আজ ২২শে আগস্ট অনুষ্ঠিত হলো উক্ত সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা দক্ষিণের প্রসিেডন্ট জনাব জাহাংগীর শিকদার, জাসাসের সভায় কিছু সিদ্ধান্ত নেয়া হয়। জাসাসের সিধান্ত সমুহ। (১) ৩০শে সেপ্টেম্বরের মধ্যে জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সকল ওয়ার্ড ও থানা কমিটি গঠন সম্পন্ন করা হবে। (২) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বাষিকী উপলখে কবির মাজারে পুষ্প অপর্ণ এবং ২৯শে আগষ্ট আলোচনা সভা। (৩) বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের কারা মুক্তি দিবস উপলকে অালোচনা সভা। (৪) জাসাস মহানগর দক্ষিন সদ্য কারামুক্ত নেতাদের নিয়ে শহীদ জিয়ার মাজার জিয়ারত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করা হবে।
উক্ত সভায় বক্তব্য রাখেন জাসাস মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জনাব খালেদ এনাম মুন্না সহ সভাপতি অাকতার হোসেন ইমতিয়াজ অাহমেদ হিরু, মিজানুর রহমান কাউসার, হামিদ উল্লাহ সরকার মজিবুর, সাইদুল ইসলাম মিলন, আহমেদ বেলাল, মাহাতাব শিকদার, যুগ্ম সম্পাদক ইরানুল ইসলাম বিপ্লব, তারক কবির, মজিবর রহমান, সালাউদ্দিইমন, পলাশ প্রমুখ সহ সকল থানার নেত্রীবৃন্দ।
জাবের/প্রবাসনিউজ২৪.কম

৪ thoughts on “বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস মহানগর ঢাকা দক্ষিণের জরুরি সভা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *