তাজমহল বানিয়ে সম্রাট শাহজাহানকে এক বৃদ্ধের চ্যালেঞ্জ

ভালবাসার মানুষটির জন্য ভারতের আগ্রায় সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করে ইতিহাস হয়ে আছেন। কিন্তু নিজের স্ত্রীর স্মৃতিকে ধরে রাখতে এবার আরেকটি তাজমহল নির্মান করে রীতিমতো সম্রাট শাহজাহানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ৮০ বছর বয়সি এক বৃদ্ধ।

ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহরের কসেরকলা গ্রামের বাসিন্দা ফৈজুল হাসান কাদরি পেশায় ছিলেন পোস্টমাস্টার। স্ত্রী বেগম তজমুলিকে বড্ড ভালোবাসতেন নিঃসন্তান ফৈজুল। ২০১১ সালের ডিসেম্বরে মৃত্যু হয় তজমুলি বেগমের। মৃত্যুর সময় স্ত্রীকে কথা দেন যে, তাঁর স্মৃতিতে তিনি বানাবেন ছোটো একটি তাজমহল।

২০১২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ফৈজুল বানাতে শুরু করেছেন “তাজমহল।” স্মৃতি সৌধ তৈরির আগে কারিগরদের ঘুরিয়ে এনেছেন আগ্রার আসল তাজমহলে। তাঁরা সেখানে খুঁটিয়ে দেখেছেন নকশা। নিজের জমি ও স্ত্রীর গয়না বেচে এবং প্রভিডেন্ট ফান্ড থেকে প্রায় ১১ লাখ টাকা জোগাড় করেছেন ফৈজুল। এর জোরেই আপাতত খাড়া করেছেন “ছোটো তাজমহল”-র ইমারত।

ফৈজুলের কাজে নজর রাখছে উত্তরপ্রদেশ সরকারও। ভবিষ্যতে যে এটিই সে রাজ্যের একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে তা যে আর বলার অপেক্ষা রাখে না।

১২ thoughts on “তাজমহল বানিয়ে সম্রাট শাহজাহানকে এক বৃদ্ধের চ্যালেঞ্জ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *