পুলিশকে পিটিয়ে ছাত্রলীগকর্মী ছিনতাই

imageময়মনসিংহের গফরগাঁয়ে পুলিশের দুই উপ-পরিদর্শককে (এসআই) পিটিয়ে হাতকড়া পরিহিত অবস্থায় এক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার পাগলা থানার উসতি ইউনিয়নের কান্দিপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় উসতি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. রাসেলকে তল্লাশি করে পুলিশ একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল ইসলাম জানান, মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশ স্থানীয় কান্দিপাড়া বাজারে অবস্থানরত উসতি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. রাসেলের দেহ তল্লাশি করে।
এ সময় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায় রাসেলের কাছ থেকে।
পরে তাকে গ্রেপ্তার করে মোটরসাইকেলে করে থানায় নিয়ে আসার সময় দলীয় নেতাকর্মীরা গতিরোধ করে দুই উপ-পরিদর্শককে (এসআই) পিটিয়ে রাসেলকে ছিনিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উসতি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. রাসেলকে অস্ত্রসহ স্থানীয় কান্দিপাড়া বাজার থেকে রাত ৮টার দিকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে করে থানায় নিয়ে যাবার সময় স্থানীয় ১০/১৫ জন নেতাকর্মী মোটরসাইকেলের গতিরোধ করে।
তারা উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) আবুল কাসেমকে পিটিয়ে রাসেলকে নিয়ে পালিয়ে যায় নেতাকর্মীরা।

৫ thoughts on “পুলিশকে পিটিয়ে ছাত্রলীগকর্মী ছিনতাই

Leave a Reply to Elias Ali Prodhania Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.