মাত্র ৩০ ডলারে স্মার্টফোন দেবে গুগল

স্বল্পমূল্যের স্মার্টফোন তৈরির বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে প্রযুক্তি দুনিয়ার মহারথী গুগল।  এ পরিকল্পনা গত বছরই করেছে তারা, এবার আলোর মুখ দেখাতে চায় এই উদ্যোগকে। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক পত্রিকা মাদারবোর্ডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই তথ্য।

২০১৪ সালে গুগল ঘোষণা দেয় অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোন সব মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নতুন এক উদ্যোগ হাতে নিয়েছে। নাম দেওয়া হয়েছিল ‘অ্যানড্রয়েড ওয়ান’। ৫০০ কোটি মানুষের হাতে স্মার্টফোনের সব সুযোগ সুবিধা তুলে দেওয়ার আশা দেখিয়েছিল গুগল। তাদের এই মহাপরিকল্পনা বেশ কিছুদিন স্থবির হয়ে ছিল। এবার নতুন উদ্যমে গুগল ‘অ্যানড্রয়েড ওয়ান’-কে বাস্তবে রূপ দিতে চায় তারা।

আর এই পরিকল্পনার আভাস দিয়েছেন গুগলের সাউথ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাজন আনন্দন। দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই নতুন রূপে যাত্রা শুরু করবে অ্যানড্রয়েড ওয়ান। প্রাথমিকভাবে ১০০ ডলারের ফোন বানানোর পরিকল্পনা থাকলেও এখন ৩০ ডলারের ভেতরেই কাজ সারতে চায় গুগল।

গুগল বিভিন্ন স্মার্টফোন নির্মাতাকে উৎসাহ দিচ্ছে স্বল্পমূল্যের স্মার্টফোন নির্মাণের জন্য। কারণ তাদের লক্ষ্য স্মার্টফোনের বাজার আরো বেশি প্রসারিত করা। একই সাথে ইন্টারনেটের ব্যবহার সহজলভ্য করা। উন্নয়নশীল দেশগুলোতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্লেষকদের মতে এই সুযোগকেই কাজে লাগাতে চায় গুগল।

রাজন আনন্দনও একই মত প্রকাশ করেছেন। তিনি জানান, ‘আজ থেকে ১০ বছর পর তৃতীয় বিশ্বের শতকোটি মানুষ ইন্টারনেটে সক্রিয় হবে। এই ব্যবহারকারীদের কারণে ইন্টারনেট দুনিয়ার অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।’

শুধু গুগল নয়, প্রতিটি টেক জায়ান্টের এখন প্রধান লক্ষ্য স্বল্পমূল্যে আরো বেশি মানুষের কাছে পৌঁছানো। মটোরোলা তাদের স্মার্টফোন ‘মটো জি’ দিয়ে ব্রাজিলসহ ল্যাটিন আমেরিকার দেশগুলোতে প্রভাব বিস্তার করতে চাইছে। আর ড্রোনের মাধ্যমে ফেসবুক দিতে চলেছে ফ্রি ইন্টারনেট সেবা। ‘প্রজেক্ট লুন’ আর ‘অ্যানড্রয়েড ওয়ান’ নিয়ে সেই কাতারে শামিল আছে গুগল।

৩ thoughts on “মাত্র ৩০ ডলারে স্মার্টফোন দেবে গুগল

Leave a Reply to Yusuf Un Nobi Babu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.