সরকার বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে মৃতুদণ্ডাদেশ কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বনানীতে ১৫ আগস্টে নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান সৈয়দ আশরাফ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা একটা অত্যন্ত বেদনার দিন আমাদের কাছে এবং আমরা এ ধরনের দৃষ্টান্ত বাংলাদেশে আর দেখতে চাই না।’
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ‘দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অবারিত চলছে। যতদিন পর্যন্ত এ বাংলাদেশ থাকবে এরা যেখানেই থাকুক না কেন তাদের ধরে বাংলাদেশে নিয়ে এসে আইনকে কার্যকর করার প্রচেষ্টা সরকার সব সময় করে যাবে।’
এ ছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘এতগুলো মানুষ মারা গেল তো জাতিসংঘ আপনারা আছেন কেন? আপনারা কার জন্য আছেন? খুনিদের রক্ষা করার জন্য আপনারা আছেন? মানবতাকে জলাঞ্জলি দিতে আপনারা আছেন? আপনারা যদি মানবতায় বিশ্বাস করেন, আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনারা যদি আইনের শাসনে বিশ্বাস করেন তো বান কি মুনকে (জাতিসংঘের মহাসচিব) বলব বঙ্গবন্ধুর খুনিরা যেখানে যে অবস্থায় আছে আপনি উদ্যোগ নিয়ে এ অপরাধীদের ধরে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করুন।’
M.a. Azad liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Kholil Ahmed liked this on Facebook.