মুন্সীগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট থেকে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড ও শুল্ক বিভাগের গোয়ান্দারা।

মঙ্গলবার ভোর ৪টার দিকে আটক এসব অবৈধ মালামালের বিষয়ে নিশ্চিত হয়েছেন যৌথ অভিযান পরিচালনাকারীরা।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটের সামনে এসব অবৈধ ভারতীয় মালামাল আটক করা হয়। চোরাচালাকারীরা সাতক্ষীরা থেকে এসব মালামাল বিভিন্ন উপায়ে পরিবহন করে শিমুলিয়া ঘাটে নিয়ে আসে। সোমবার বিআইডব্লিউটিএ’র অফিসের সামনে একটি পিকঅ্যাপে উঠানোর সময় কোস্টগার্ডের পাগলা স্টেশন কমান্ডার সাব-লেফট্যানেন্ট হাসানুর রহমান ও শুল্ক বিভাগের উপ পরিচালক মো. কামরুজ্জামানের নেতৃত্বে এক যৌথ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

তবে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ মালামালেল মধ্যে ৫ হাজার ভারতীয় শাড়ি, ১৯৮টি থ্রি-পিচ ও ২ হাজার ৭৬০ কেজি বিভিন্ন ধরনের থান কাপড় রয়েছে।

কোস্টগার্ডের পাগলা স্টেশন কমান্ডার হাসানুর রহমান সমকালকে বলেন, ‘মঙ্গলবার ভোর ৪টার দিকে মালামালগুলোর বিষয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া গেছে। অবৈধ এসব মালামালের শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় আনা হচ্ছিল। জব্দ করা মালামালের বাজারমূল্য আনুমানিক সাড়ে ৩ কোটি টাকা।’

১১ thoughts on “মুন্সীগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

Leave a Reply to Shahriar Nafees Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.