ইরানের সঙ্গে গোপন বৈঠকে বসেছিল রাশিয়া অভিযোগ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র অভিযোগ করে বলেছে, গত জুলাইয়ে ইরানের সঙ্গে গোপন বৈঠকে বসেছিল রাশিয়া। সম্পর্কে একটি নতুন তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, ইরানের বিশেষ সশস্ত্র বাহিনী কুদস আর্মির প্রধান কাশেম সোলায়মানি জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে এক রাষ্ট্রীয় মিশন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন। কাশেম সোলায়মানির বহির্দেশীয় সম্পদরাশি বাজেয়াপ্ত করা হয়েছিল এবং তার বিদেশে সফর করা হয়েছিল নিষিদ্ধ। এদিকে রুশ সংবাদসংস্থা রিয়া নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ভøাদিমির পুতিনের ইরানী কুদস বাহিনীর প্রধানের সঙ্গে কোনো বৈঠকে বসার খবর পুরোপুরি অস্বীকার করেছেন সংশ্লিষ্ট রুশ প্রতিনিধি।

তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির দুটি নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ বৈঠক হয়েছিল বলে বিশ্বাস করে।ইরানী প্রশাসনের জনৈক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চলতি বছরের জুলাইয়ের শেষদিকে ঘটেছিল এ সফর। এতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনা করা হয়েছে। রাশিয়ার কাছ থেকে ইরানের বিশেষ ক্ষেপণাস্ত্র এস-৩০০ কেনার কথা ছিল। ঐ বিষয়টিও আলোচনার বিষয়বস্তু হিসেবে উপস্থিত ছিল বলে জানা গেছে। সফরে কাশেম সোলায়মনি দেখা করেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে। এছাড়াও বৈঠকে বসেছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গেও।

জুলাইয়ের ২৪ তারিখে কাশেম মস্কো পৌঁছেছিলেন।অপর এক খবরে বলা হয়, ইরানের পরমাণু আলোচনায় অংশগ্রহণকারী মার্কিন জ্বালানিমন্ত্রী আর্নেষ্ট মোনিজ বলেছেন, মার্কিন কংগ্রেস পরমাণু সমঝোতা অনুমোদন করবে কিনা সেই চিন্তায় তিনি চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এমনকি এ আশঙ্কায় রাতে তার ঘুম ভেঙে যায় বলেও দাবি করেছেন মোনিজ। গত শুক্রবার শিকাগো কাউন্সিলে দেয়া এক বক্তৃতায় মোনিজ বলেন, কংগ্রেস যদি ইরান সমঝোতা অনুমোদন না করে তাহলে তার পরবর্তী পর্যায়ের আলোচনা মোটেও সুখকর হবে না। তিনি আরো বলেন, সত্যি বলতে, এই উদ্বেগ রাতে আমার ঘুম ভাঙিয়ে দেয়।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় টানা ১৮ দিন আলোচনা শেষে গত ১৪ জুলাই ইরান ও ছয় জাতিগোষ্ঠী পরমাণু ইস্যুতে একটি যৌথ পূর্ণাঙ্গ কর্ম পরিকল্পনা বা জেসিপিওএ’তে সই করে। কিন্তু মার্কিন কংগ্রেসে ইসরাইলি লবিস্টদের প্রভাবিত রিপাবলিকান আইনপ্রণেতারা ইরান চুক্তির প্রবল বিরোধিতা করছেন।

এর আগে ইরানের পরমাণু সমঝোতাকে খুব শক্তিশালী হিসেবে আখ্যায়িত করেছেন মোনিজ। শিকাগো কাউন্সিলের বক্তব্যে তিনি এ সমঝোতাকে আটকে দেয়ার ব্যাপারে বিরোধী রিপাবলিকান সদস্য এবং অন্যদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে ইরান সমঝোতার বিরোধিতা একদিকে যুক্তরাষ্ট্রকে একঘরে করবে এবং অন্যদিকে ইরানকে করবে আরো বেশি শক্তিশালী। এছাড়া, আলোচনার টেবিলে অংশ নেয়ায় পরমাণু সমঝোতা ইরানকে শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে বলেও মন্তব্য করেন মোনিজ। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইরান সমঝোতা ব্যর্থ হলে এটি যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দেবে। ওয়েবসাইট। রেডিও তেহরান

এআর

৫ thoughts on “ইরানের সঙ্গে গোপন বৈঠকে বসেছিল রাশিয়া অভিযোগ যুক্তরাষ্ট্রের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *