এবার ৯ কেন্দ্র সচিবকে শোকজ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ তৈরিতে ব্যর্থ হওয়ায় আরও নয় কেন্দ্র সচিবকে শোকজ করেছে বরিশাল শিক্ষা বোর্ড। একইসঙ্গে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, অমিয়মের অভিযোগে কেন্দ্রগুলো কেন বাতিল করা হবে না। আগামী ১২ আগস্টের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, ভোলার লালমোহনের একটি কেন্দ্রের সচিবসহ তিন শিক্ষককে দায়িত্ব অবহেলার অভিযোগে শোকজ করা হয়।

শোকজের বিষয়টি বৃহস্পতিবার রাত ১০টায় বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মো. আলমগীর হোসেন নিশ্চিত করেছেন।

যাদের শোকজ করা হয়েছে তারা হলেন- বাকেরগঞ্জের কলসকাঠী কেন্দ্রের সচিব (১১০), মুলাদীর আরিফ মাহমুদ (১৩২), লালমোহনের শশীভূষণ (৬১৩), দৌলতখান (৬০৫), পটুয়াখালীর দুমকি (৪০২), কাঁঠালিয়ার বড়ইয়া (২১০), বরগুনার আমতলী (৫০৫), বরিশালের মেহেন্দিগঞ্জ (১৩৬) এবং সুবিদখালী (৪০৯) কেন্দ্রের সচিব।

বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান মো. জিয়াউল হক  জানান, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপন করতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নকলমুক্ত পরীক্ষা গ্রহণ করার অঙ্গীকারনামা দিতে হয়। কিন্তু ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় উল্লেখিত নয়টি কেন্দ্র প্রধান তাদের কেন্দ্রগুলোতে নকলমুক্ত পরীক্ষা গ্রহণে ব্যর্থ হয়েছেন। যে কারণে গত ১৩ জুন বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্ত নয় কেন্দ্র সচিবদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের আলোকে বুধবার তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

৭ thoughts on “এবার ৯ কেন্দ্র সচিবকে শোকজ

Leave a Reply to Gaffar Ali Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.