৫ জানুয়ারির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিলঃখালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল। তাঁর দল শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় খালেদা জিয়া এ কথা বলেন। তিনি রাজশাহী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। খালেদা জিয়া বলেন, পরগাছাদের পরামর্শে আওয়ামী লীগই ধ্বংস হচ্ছে। ক্ষমতায় গেলে বিএনপি নতুন ধারার রাজনীতি উপহার দেবে।

তিনি অভিযোগ করেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ইস্যুতে তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে কিছু গণমাধ্যম। বিএনপির চেয়ারপারসন বলেন, বিএনপিকে ধ্বংস করার কোনো ষড়যন্ত্রই সফল হবে না। বরং নিজেদের ভুলেই আওয়ামী লীগই দিন দিন ধ্বংস হচ্ছে। খালেদা জিয়া বলেন, বিএনপি কোনো প্রতিহিংসার রাজনীতি করে না। ক্ষমতায় গেলেও কেউ প্রতিহিংসার শিকার হবে না বলেও আশ্বাস দেন তিনি। কেন্দ্র থেকে জেলা পর্যায়ের আর কমিটি করা হবে না। তৃণমূল নেতারাই জেলা কমিটি করবেন বলে ঘোষণা দেন বিএনপির চেয়ারপারসন।

এআর

৩৮ thoughts on “৫ জানুয়ারির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিলঃখালেদা জিয়া

Leave a Reply to Hossain Shahid Sarwardy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.