সকল প্রমাণপত্রে আপনি কি গ্রীসের বৈধতা পাচ্ছেন ?

শাহ্ নূর রিপন
গ্রীস থেকে;

গ্রীসে বৈধতার যে আইন পাশ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ও বাংলাদেশীদের
মহা আগ্রহের যে বিষয়টি জানার এবং বুঝার তা হল ৭ বছরের আইনটি।যারা
গ্রীসে সম্পূর্ণ অবৈধ অবস্হায় বা পলিটিক্যাল এসাইলাম (লাল কার্ড ও কাতে
খাকির হলুদ কার্ড ) নিয়ে বসবাস করছেন ন্যূনতম ৭ বছর যাবৎ তারা চরম
উদ্বিগ্নতা ও শংকায় দিন কাটাচ্ছেন। বিশেষ করে কাগজপত্র না থাকায় পুলিশী
ঝামেলা এড়াতে গ্রীস প্রবাসী অনেক বাংলাদেশী ভাইয়েরা গ্রামাঞ্চলে বসবাস কর
ছেন বা কৃষিকাজ করছেন তাদের তো নাভিশ্বাস ! বৈধতা পাবে কি পাবে না !
আইনটা আসলে কি পাশ হয়েছে ? যাদের ৭ বছরের পূর্ণাঙ্গ প্রমাণপত্র নেই তারা
কি কাগজ জমা করাতে পারবে? নানা প্রশ্নের উত্তর তারা জানতে চায়।তাদের
উদ্দেশ্যেই লেখাটুকু। হয়ত কাজে আসবে।

যারা গ্রীসে আছেন তারা জানেন আগে একটি আইন পাশ হয়েছিল। গ্রীসে যারা বস
বাসের দশ বছরের প্রমাণপত্র দেখাতে পারবে তারা পিরিয়াস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
বৈধতার আবেদন করতে পারবে । বর্তমান ৭ বছরের আইনটি সে আইনেরই
পরিশোধিত বা সংশোধিত রূপ। দশ বছরের জায়গায় কমিয়ে ৭ বছর করা
হয়েছে ।আগে পুরা গ্রীসে শুধু এক জায়গায় অর্থাৎ পিরিয়াস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
কাগজ জমা করানো যেত কিন্তু বর্তমানে যে যেখানে আছেন সেখানেই অঞ্চল
ভিত্তিক অফিস খোলা হবে। যেমন মানোলাদার কাগজ পাতরা বা থেসেলুনিকির
কাগজ থেসেলুনিকিই জমা করাতে পারবেন।

পাসপোর্ট না থাকলে পাসপোর্টের জন্য দেরী না করে অনলাইনে থাকা জন্ম নিবন্ধন
আনিয়ে দূতাবাসে আবেদন করুন ।আবেদনপত্রের রিছিট দিয়েই কাগজ জমা
করাতে পারবেন।এ ব্যাপারে বাংলাদেশী অধ্যুষিত শহরগুলিতে দূতাবাস তাদের
ষ্টাফ পাঠিয়ে আবেদনপত্র গ্রহণ করবে ও সার্ভিস দেবে। আলোচনা ও সিদ্ধান্ত অতি
সত্ত্বর চূড়ান্ত হবে।

৭ বছরের কি কি প্রমাণ পত্রাদি গ্রহণ যোগ্য হবে সেটাও জানার বিষয় । যেমন ঘর
ভাড়ার পুরাণ কন্ট্রাক পেপার, বিদ্যুৎ বিল ,পানি বিল,টেলিফোন বিল, বাস কার্ড,
সরকারী হাসপাতালের কোন কাগজ, সরকারী সীল মারা কোন কাগজ বা সনদ,
পুরাণ কোন মালিকের কাগজ,পুরান আফিমি,পুরাণ পাসপোর্ট গ্রীসস্থ কনস্যুলেট ইস্যু,
ভিসা বা ভ্রমণের প্রমাণপত্র,লাল কার্ড,পুলিশ ষ্টেশনের মোহরাংকিত কোন সনদ,গ্রীক
আদালত কর্তৃক প্রদত্ত কোন কাগজ ইত্যাদি ইত্যাদি । ৩০০ ইউরো পারাবোলো লাগবে ।
ভেভেয়সি পাবার সাথে সাথে ভিভলিয়ারিও ঈগিয়াস বানিয়ে ৫০ টা ইকা কিনতে হবে
এখানেও ৫০০ ইউরোর মত খরচ হবে ।নিজে জমা না করালে উকিলকে অথরাইজেশন
লেটার (এক্সোসিওদোতিসি) দিয়ে কাগজ জমা করাতে পারেন।এখানে ১০০ থেকে ১৫০
ইউরো লাগবে।সাথে সাথে আফিমি , আমকা বানাতে হবে । দুই বছর মেয়াদী এই
ভেভেয়সী দিয়ে গ্রীসে বৈধভাবে কাজ করা ও দেশে যাওয়া আসা করতে পারবেন ।
অন্য কোন দেশে আপাততঃ যেতে পারবেন না ।সকল শ্রমিক সুবিধা পাবেন কিন্তু
কোন ব্যাবসার লাইসেন্স বানাতে পারবেন না।
লালকার্ডধারীদের আলোদাপনে আবেদন করতে হবে আমার বাংলাদেশের সমস্যা
সমাধান হয়ে গেছে বা সমস্যা নেই ।৩০ শে সেপ্টেম্বর বা অক্টোবরের ১ তারিখ থেকে
কাগজ জমা নেবে।৭ বছর ওয়ালারা মিনিষ্ট্রি তে কাগজ জমা করাবেন ।

১৫ thoughts on “সকল প্রমাণপত্রে আপনি কি গ্রীসের বৈধতা পাচ্ছেন ?

Leave a Reply to আমিনুল ইসলাম Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.