প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা যেন তাঁর সঙ্গে জনগণের কোন রকম দূরত্বের সৃষ্টি না করে, এজন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) সব সময় সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী এসএসএফ’র উদ্দেশ্যে বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের প্রতিটি কার্যক্রম জনকল্যাণে প্রণীত ও বাস্তবায়িত হয়। এজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জনসম্পৃক্ততা বজায় রেখে দায়িত্ব ও জনপ্রত্যাশার মাঝে সমন্বয়ের মাধ্যমে দক্ষতা ও পেশাদারিত্বের স্বার্থকতার স্বাক্ষর রাখতে হবে।’
তিনি আজ তাঁর কার্যালয়ে এসএসএফ’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহিনীর সদস্যদের এক দরবারে ভাষণকালে একথা বলেন। এই এলিট ফোর্স রাষ্ট্র প্রধান, সরকার প্রধান ও সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্ব পালন করে। প্রধানমন্ত্রী বলেন, তিনি তাঁর কাজের প্রতিটি দিন, ঘণ্টা ও মুহূর্তকে দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ ও দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করছেন। এজন্য তাঁর সঙ্গে দায়িত্ব পালনকারী প্রত্যেককে কাজের বাড়তি চাপ নেয়া প্রয়োজন। তিনি বলেন, ‘আমার সঙ্গে দায়িত্ব পালনকারী প্রত্যেকের বাড়তি চাপ ও পরিশ্রম তখনই স্বার্থক হবে যখন আমাদের প্রয়াসের ফলশ্রুতিতে একটি সমৃদ্ধ দেশ গড়ে উঠবে।
দেশ অর্থনৈতিকভাবে উন্নত হওয়ার সঙ্গে নিরাপত্তা বাহিনীও এর সুফল পাবে।’ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, সুযোগ্য নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা এবং বাহিনীর প্রত্যেক সদস্যের নিষ্ঠা, শ্রম ও আন্তরিকতার মাধ্যমে এসএসএফ’র উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকবে। এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মাদ আমান হাসান অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), আইজিপি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও এসএসএফ’র জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। শেখ হাসিনা এসএসএফ সদস্যদের আনুগত্য, পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এই বাহিনীর সদস্যরা নির্ভরতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে।
আতিক/প্রবাস
এম এইচ রহমান বাবু liked this on Facebook.
Mohammad Maimunul Islam Rony liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
Muazzem H. Sayem liked this on Facebook.
Monir Rome liked this on Facebook.
ফেনী থানা ছাত্র দল liked this on Facebook.
মানিক মিয়া liked this on Facebook.
Md Rustum liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
MD Ziaul Hasan liked this on Facebook.
Bablu Jaman liked this on Facebook.
Idris Mazi liked this on Facebook.
Surmin Begum liked this on Facebook.
Imam Uddin liked this on Facebook.
MD Monir liked this on Facebook.