রামগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম ও এজিএম দুর্নীতির দায়ে সাসপেন্ড, দালালরা উধাও

রামগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. বেলায়েত হোসেন ও এজিএম মো. ইব্রাহীমকে বিভিন্ন অনিয়মের কারণে গতকাল সকালে সাময়ীকভাবে তাদের সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ডের খবর বিদ্যুৎ অফিসের দালাল ও সিন্ডিকেট চক্রের মধ্যে ছড়িয়ে পড়লে সবাই গাঢাকা দিয়ে অন্যত্র পালিয়েছে। দুপুরে সরজমিন বিদ্যুৎ অফিস গিয়ে কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি। অন্যদিকে এ সাসপেন্ডের খবর পাওয়ার পর থেকে অফিসের ওয়ারিং ইন্সপেক্টর মো. হাফিজ পালিয়ে গাঢাকা দিয়েছে। হাফিজের বিরুদ্ধে মিটার সংযোগ, পরিবর্তন ও নতুন লাইন নির্মাণের আশ্বাস দিয়ে নিরীহ জনসাধারণের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার একাধিক অভিযোগ রয়েছে।

অফিসের একমাত্র নিরাপত্তাকর্মী লোকমান হোসেন অফিসের প্রধান ফটকে বসে পাহারা দিচ্ছেন। রামগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. বেলায়েত হোসেন ও এজিএম মো. ইব্রাহীমের নেতৃত্বে কয়েক মাস থেকে অফিসে অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। একটি সিন্ডিকেট দালাল চক্রের যোগসাজশে চলছে মিটার, তার ও খুঁটি বাণিজ্য। এ অফিসে ৮০০ টাকার একটি মিটার সংযোগ পেতে দালালের মাধ্যমে ১২ থেকে ১৫ হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মালামালের অজুহাতে বিভিন্ন সময়ে এ টাকা দেয়ার পরও বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না বলে গ্রাহকরা অভিযোগ করছেন।

পল্লী বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ও দালাল চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে রামগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ গ্রাহকসেবা। দালালদের হাতে টাকা দিয়েও বছরের পর বছর মিটার ও বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না গ্রাহকরা। এভাবেই দিনের পর দিন অনিয়ম ও দুর্নীতির কারণে গ্রাহকরা গত রমজান মাসে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবিতে ডিজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেন।

এর ধারাবাহিকতায় আরইবি কর্তৃপক্ষ অভিযোগ তদন্ত শেষে সোমবার সকালে ডিজিএম মো. বেলায়েত হোসেনকে ক্লোজড করে ঢাকাস্থ আরইবিতে তার স্থলে রায়পুর উপজেলা ডিজিএম সুদাষ চন্দ্র রক্ষিতকে অতিরিক্ত দায়িত্ব ও এজিম মো. ইব্রাহীমকে ক্লোজ করে লক্ষ্মীপুরের রামগতি জোনাল অফিসে তার স্থলে পটুয়াখালী জোনাল অফিসের মো. সহিদুল ইসলামকে এজিএমের দায়িত্ব দেয়া হয়েছে। রামগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম (অতিরিক্ত দায়িত্ব) সুদাষ চন্দ্র রক্ষিত বলেন, আমাকে নতুন করে দু-একদিনের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। অল্প কয়েক দিন পর নতুন কর্মকর্তা পাবেন।

আতিক/প্রবাস

১০ thoughts on “রামগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম ও এজিএম দুর্নীতির দায়ে সাসপেন্ড, দালালরা উধাও

Leave a Reply to AP Alim Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.