আমিরাতের নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আর নেই

কামরুল হাসান জনি, ইউএই : সংযুক্ত আরব আমিরাতের কমিউনিটির অন্যতম নেতা, ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউএই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আহমদ মোহাম্মদ নূরুদ্দিন ওরফে এ এম আব্দুল্লাহ বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাইয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

আব্দুল্লাহর মৃত্যুর খবর পেয়ে আলাদা আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করেছে প্রবাসী সাংবাদিক সমিতি, ইউএই আওয়ামী লীগ, দুবাই আওয়ামী লীগ, ইউএই বিএনপি, ইউএই বাংলাদেশ লেখক ফোরামসহ বেশ কিছু রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এর আগে এম এ আব্দুল্লাহর মৃত্যুর সংবাদ পেয়ে তার দুবাইয়ের বাসভবনে ছুটে যান বাংলাদেশ কনস্যুলেটের কনসান জেনারেল মাসুদুর রহমান, প্রথম সচিব (শ্রম ) এ কে এম মিজানুর রহমান, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি হাফিজ আব্দুল হক, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আব্দুল করিম, হাজী আব্দুর রউফ, মাশুক উদ্দীন ইউসুফ, হাবিবুর রহমান চুনু, বাদশা মিয়া, আমিনুল ইসলাম এনাম, উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, আশিক মিয়া, আহমদ আলী, পৃষ্ঠপোষক জাওয়াদুর রহমান, জাকির হেসেন, হাজী ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক জি এম জায়গিরদার, আহমেদ হোসেন মীর খোকন, সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হামিদ মিয়া, সহ দুবাই ও উত্তর আমিরাতের আওয়ামীলীগ, বিএনপি ও বঙ্গবন্ধু পরিষদসহ কমিউনিটির দুই শতাধিক সিনিয়র নেত্রীবৃন্দ।

১৩ thoughts on “আমিরাতের নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আর নেই

Leave a Reply to Helal Ahmed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.