আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোলাইমান (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

ঈদের ছুটিতে শারজাহ থেকে আল আইন যাওয়ার পথে রাস আল খাইমাহ রোডে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। দেশে ফেরতের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা যায়, নিহত মোহাম্মদ সোলাইমান চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর মুহুরীহাট বটতলের আবদুল হাফেজের তৃতীয় সন্তান।

এ বিষয়ে দুবাই কনস্যুলেটের লেবার কনসাল এএসএম জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এ দুর্ঘটনার বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি, তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি।

সুত্র-বাংলানিউজ

১২ thoughts on “আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

Leave a Reply to Juhel Ahamad Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.