স্বামীকে সেলুনে পাঠিয়ে সেই সুযোগে পালিয়েছেন সদ্য বিবাহিতা স্ত্রী!

টাকার বিনিময়ে কনে খুঁজে বিয়ে করে প্রতারণার শিকার হলেন রাজস্থানের এক বাসিন্দা। তাকে সেলুনে পাঠিয়ে সেই সুযোগে পালিয়েছেন তার সদ্য বিবাহিতা স্ত্রী।

দীনেশ যোশী নামে রাজস্থানের রিষবদেবের ওই বাসিন্দা স্থানীয় সুরাজপোল থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন।

দীনেশের অভিযোগ, তার সদ্য বিবাহিতা স্ত্রী পুষ্পা দুই মহিলার সঙ্গে পালিয়ে গেছেন।

দীনেশ সম্প্রতি মহারাষ্ট্রের তরুণী পুষ্পাকে বিয়ে করেন। এ জন্য কনের বাবা-মাকে দেড় লাখ টাকা নগদ দেন। আর বিয়ের ঘটককে দেন আরো ৫০ হাজার টাকা। পুষ্পাকে মহারাষ্ট্র থেকে রিষবদেবের বাড়িতে এনে বিয়ে করেন তিনি। স্ত্রীর কথায় হানিমুনের জন্য আসেন উদয়পুরে।

উদয়পুরে আসার পর শুক্রবার দীনেশকে সেলুনে যেতে বলেন পুষ্পা। ওই সময় পুষ্পা দাঁড়িয়েছিলেন সেলুনের বাইরে। দীনেশ যখন সেলুনের ভেতরে তখন একটি অটোরিকশায় দুই মহিলা সেলুনের বাইরে এসে দাঁড়ান। সঙ্গে সঙ্গে ওই অটোতে চেপে পালিয়ে যান পুষ্পা। সেলুন থেকে বেরিয়ে পুষ্পাকে না পেয়ে স্তম্ভিত হয়ে যান দীনেশ।

এরপর অনেক খুঁজেও পুষ্পাকে আর পাওয়া যায়নি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুষ্পা ও সেই ঘটকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন দীনেশ।

আতিক/প্রবাস

১০ thoughts on “স্বামীকে সেলুনে পাঠিয়ে সেই সুযোগে পালিয়েছেন সদ্য বিবাহিতা স্ত্রী!

Leave a Reply to Mostafizur Rahman Rubel Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.