মিয়ানমারের ২ সেনাকে ফেরত দিল বিজিবি

বাংলাদেশে উদ্ধার হওয়া মিয়ানমার সেনাবাহিনীর ‘অপহৃত’ দুই সদস্যকে হস্তান্তর করা হয়েছে
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। তার হলেন- লেন্স করপোরাল নেইং টুন অং (৩৯) ও কাইন কু লেট (২৮)।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের এ নেতা জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘুমধুম সীমান্তে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতুর কাছে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক হয়। ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের ওই বৈঠকে মিয়ানমার সেনাবাহিনীর দুই সদস্যকে হস্তান্তর করা হয়।
বৈঠকে উভয় দেশের সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ-আলোচনা হয়েছে বলেও জানান কক্সবাজার বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম।
বিজিবি অধিনায়ক জানান, গত ১৪ জুলাই বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে মিয়ানমার সেনাবাহিনীর ওই ২ সদস্যকে উদ্ধার করে বিজিবি। মিয়ানমারের বিচ্ছিন্নবাদী একটি সংগঠন দুই সেনা সদস্যকে অপহরণ করেছে- এ বিষয়টি জানার পর বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান শুরু করে। পরে উদ্ধার হওয়া মিয়ানমার সেনাবাহিনীর দুই সদস্যকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়।
বিজিবির অধিনায়ক আরও জানান, মিয়ানমারের দুই সেনা সদস্যকে দ্রুত হস্তান্তর করায় মিয়ানমারের কমান্ডিং অফিসার বিজিবি এবং বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। এ ঘটনাকে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি ‘মাইলফলক’ হিসেবে চিহ্নিত করে ভবিষ্যতে তা আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম। আর মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন বিজিপি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল কই তুই জা।

৩ thoughts on “মিয়ানমারের ২ সেনাকে ফেরত দিল বিজিবি

Leave a Reply to Kajol Khan Anees Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.