সিলেটের শিশু সামিউল আলম রাজনকে বর্বর নির্যাতনের ঘটনার আরও একটি ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এক মিনিট ৫৮ সেকেন্ডের এই ভিডিওচিত্রে দেখা গেছে শিশু রাজনকে ২১ সেকেন্ডে ১৬টি চড় মারে ময়না।
প্রকাশিত নতুন এই ভিডিওচিত্রে দেখা যায়, নির্যাতনের দ্বিতীয় পর্যায়ে সামিউলকে গাড়ির গ্যারেজে খুঁটির সঙ্গে বেঁধে মারা হচ্ছিলো। হাতে থাকা রোল দিয়ে আঘাত করে কামরুল। আর তথ্য না দেওয়ার কথা বলে দফায় দফায় চড়-থাপ্পড় দিতে থাকে ময়না। এক পর্যায়ে টালমাটাল হয়ে রাজন পানি খেতে চায়। কিন্তু ময়না গেঞ্জিতে পানি দিয়ে চেটে খেতে বলে।
ভিডিওচিত্রে দেখা গেছে, কামরুলের হাতে থাকা রোলের আঘাতের পর চিৎকার করে ওঠে রাজন। এরপর দুই হাতে অবিরত চড়-থাপ্পড় দিতে থাকে চৌকিদার ময়না। তখন তারা শিশুটিকে প্রতিযোগিতা করে মারতে থাকে। ময়না সঙ্গীদের উদ্দেশে বলছিল, ‘মারো, যে যেভাবে পারো মারো, কম্পিটিশন করিয়া মারো…!’
ভিডিওচিত্রে আরও দেখা যায়, এক মিনিট তিন সেকেন্ড থেকে ২৪ সেকেন্ড পর্যন্ত থেমে থেমে রাজনকে চড় দেয় ময়না। এরপর পানি খাওয়ার আকুতি জানালে দূর থেকে বলা হয়, ‘হা কর…!’। তার সামনে পানির বোতল কাত করে ধরে ময়না। লোভ দেখিয়ে পানি দেয় গেঞ্জিতে। এমন সময় মুখে দূর থেকে পানি দেওয়া হচ্ছে। কিন্তু পানি মুখে না পড়ে পড়েছিল পরনের গেঞ্জিতে। গেঞ্জি দিয়ে অনেকটা আঁচল পেতে পানি ভিক্ষা চেয়েছিলো রাজন।
Jone Make liked this on Facebook.
Thank you for sharing excellent informations. Your website is very cool. I’m impressed by the details that you’ve on this blog. It reveals how nicely you perceive this subject. Bookmarked this web page, will come back for more articles. You, my pal, ROCK! I found simply the information I already searched everywhere and just couldn’t come across. What a perfect site.
I love what you guys are up too. This sort of clever work and exposure! Keep up the terrific works guys I’ve included you guys to my own blogroll.
I loved as much as you’ll receive carried out right here. The sketch is attractive, your authored subject matter stylish. nonetheless, you command get got an impatience over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside case you shield this increase.
Keep working ,great job!