দ্বীপ আর আভা

দ্বীপ আর আভা দুজনের নামের সাথে একটা ছোট্ট মিল।একটা থেকে আলোর উৎপত্তি আরেকটা থেকে আলোর বিচ্চুরণ।মনেরও মিল ছিল কোন একসময় কিন্তু এখন সেখানে যোগের বদলে বড় একটা হাইফেন।আভার বিয়ে হল শুভ্রর সাথে ৩ বছর হল।দ্বীপ বিয়ে করেনি পরিবর্তন বলতে চোখে শুধু একটা সবুজ ফ্রেমের চশমা এই যা। সেই আভার সাথে আজ দ্বীপের দেখা।।আভার সাথে দ্বীপের শেষ দেখা হয়েছিল ওদের ব্রেকআপের দিন।৭ বছরের রিলেশনটা ব্রেক আপ করতে আভা সময় নিয়েছিল মাত্র ৭ মিনিট।তারপর অদ্ভুত ম্যাজিশিয়ানের মতো দ্বীপের চোখের সামনে দিয়ে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল।
-কেমন আছ দ্বীপ ?
-যেমন দেখতে চেয়েছিলে ঠিক তেমন
-জিজ্ঞেস করলেনা আমি কেমন আছি?
-ভালো থাকার জন্যই তো এত কিছু করলে, ভালো আছ নিশ্চয়ই।
-হুম ভালইত আছি (কিছুক্ষণ পর নীরবতা ভেঙে)
-কি করছ এখন দ্বীপ?
-রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাই।
-তুমি এখনো ঠিক আগের মতোই আছো।
-না ঠিক বলোনি।চশমাটা দেখতে পাচ্ছ?
-হুম,কত পাওয়ার?
-যত পাওয়ার দিয়ে মানুষ চেনা যায়।
-আচ্ছা কি জাদু দেখাও তুমি?
– অদৃশ্য ম্যাজিক দেখাতে পারি তোমার কাছ থেকে শিখেছি।দেখবে?
-তাই আমি আবার কবে শিখালাম তোমাকে?
দ্বীপ আভার কথার জবাব না দিয়ে ওকে পিছনে ফেলে চলতে শুরু করল যেখানে পৌঁছে পেছন দিকে তাকিয়ে আভার স্বার্থপর চোখদুটো দেখতে পাওয়া না যায়।কি অদ্ভুত আজকের রাতটা।যখন রিলেশন ছিল তখন ওর কাছ থেকে একটু আড়াল হলেই বুকের বামদিকে অদ্ভুত একটা ব্যাথা হতো কিন্তু কি আশ্চর্য আজকে বুকের বামদিকটা আজকে একটুও ব্যাথা করছেনা।আচ্ছা আভা কি এখনো দাঁড়িয়ে দেখছে ও কিভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে ওর চোখের সামনে থেকে একটু একটু করে?ও কি বুঝবে এই ম্যাজিকটা?…

রাজ/ প্রাবাস নিউজ 

২ thoughts on “দ্বীপ আর আভা

Leave a Reply to Raj Jony Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.