শুক্রবার সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। যার ফলে পণ্ড হওয়ার আশঙ্কায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে। খেলা শুরু হওয়ার কথা বেলা ৩টায়। কিন্তু আড়াইটার সময় টসও হতে পারেনি।
গত মাসে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেরই রিজার্ভ ডে ছিল। কিন্তু তিন ম্যাচের এই সিরিজে রিজার্ভ ডে নেই। তাই বৃষ্টিতে খেলা না হলে শুক্রবারই পরিত্যক্ত ঘোষণা করা হবে প্রথম ওয়ানডে।
ওয়ানডে সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
Classic Rahman liked this on Facebook.
Färhåd Åhämêd Shöhåñ liked this on Facebook.
Md Ripon liked this on Facebook.