স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অব্যাহতি দিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফকে এ দায়িত্ব দেওয়া হয়।

এখন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ই হবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর মূল দায়িত্বক্ষেত্র। তবে তিনি অতিরিক্ত হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

গত মঙ্গলবার প্রথমবারের মতো সৈয়দ আশরাফকে অব্যাহতি দেওয়ার বিষয়টি প্রকাশ পেলেও এ নিয়ে ধুম্রজাল কাটছিলো না। অবশেষে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মোশারাফ হোসাইন ভূঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সৈয়দ আশরাফকে অব্যাহতি দিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

Cabinate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *