সৈয়দ আশরাফ দফতরবিহীন মন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সৈয়দ আশরাফুল ইসলামকে। তাকে দফতরবিহীন মন্ত্রী করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এখন ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(৪)-এ প্রদত্ত ক্ষমতা বলে দুই মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন  করেছেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানান হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুপস্থিত থাকায় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠে। তবে ওই দিন সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ইফতারে অংশ নেওয়ার সময় তিনি ওই গুজনকে গুজব বলে অভিহিত করেন। এছাড়া মন্ত্রিপরিষদে কোনো রদবদল হচ্ছে কিনা, এমন খবরও তার জানা নেই বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *