ঢাকা: মানবপাচারের শিকার হয়ে মালয়েশিয়ায় উদ্ধার হওয়া ৯৬ জন বাংলাদেশি অভিবাসী দেশে ফিরেছেন।
মঙ্গলবার (০৭ জুলাই) বিকেল ৫টায় প্রথম ধাপে এই ৯৬ জন দেশে ফেরেন। বুধবার (০৮ জুলাই) দ্বিতীয় ধাপে আরও ৯৬ জন দেশে ফিরবেন বলে জানা গেছে।
বাংলাদেশ বিমানের বিজি-১৮৭ ফ্লাইটে করে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছেন অভিবাসীরা।
বিমানবন্দর আর্মড পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফেরত আসা অভিবাসীদের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করবেন এবং পরবর্তীতে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
প্রাথমিকভাবে ফেরত আসাদের নাম-পরিচয় জানা যায়নি।