বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, আমাদের ম্যাচ জেতালে বোলাররাই জেতাতে পারেন। টি২০তে যেকোনো দল ২শ’ এর ওপরে রান করলেন সেই রান তাড়া করা খুব কষ্ট হয়ে যায়। আমারা যদি তাদের ১৬০ কিংবা ১৭০ এর মধ্যে আটকে রাখতে পারি তাহলে আমােদর একটা সুযোগ তৈনি হবে।
শনিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বোলারদের ওপর আশা রেখে টাইগার অধিনায়ক বলেন, ‘ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আমরা ৩০৭ রান করেছিলাম।এটা অনেক বড় স্কোর নয়। কিন্তু দেখেন, ওই ম্যাচে কিন্তু বোলাররাই আমাদের জিতিয়েছেন। আমাদের ব্যাটিং অবশ্যই ভালো। কিন্তু বোলারদের ওপরই আমাদের নির্ভর করতে হবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রবিবারের প্রথম টি টোয়েন্টিতে সেরা অস্ত্র নিয়েই নামতে চাইছে টাইগাররা।