চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা উপদ্রুত এলাকায় অবিলম্বে ত্রাণ পাঠাতে বিএনপির আহ্বান

চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা উপদ্রুত এলাকায় অবিলম্বে ত্রাণ পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানান। তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে অতি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ২০ সহ¯্রাধিক মানুষ এখন আশ্রয়হীন হয়ে পড়েছে। বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি-এসব অঞ্চলের রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে যাওয়ায় বেশির ভাগ উপজেলা জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অধিকাংশ ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বন্যা আক্রান্ত জনগণ বিশুদ্ধ খাবার পানি, খাবার ও আশ্রয়ের সঙ্কটে নিপতিত হয়ে পড়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন জেনে আমরা উদ্বিগ্ন। ড, রিপন বলেন, বন্যা আক্রান্ত বৃহত্তর চট্টগ্রামের উপদ্রুত মানুষদের পাশে দাঁড়ানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন ত্রাণ তৎপরতা পরিলক্ষিত না হওয়াটা দুঃখজনক। তিনি বলেন, অনতিবিলম্বে দুর্গত মানুষদের উদ্ধার এবং তাদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। বিএনপি’র পক্ষ থেকে ইতিমধ্যেই ওই সব দুর্গত অঞ্চলে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। উপদ্রুত জনগণের পাশে আরও বেশি করে দাঁড়ানোর জন্য বিএনপি’র সকল পর্যায়ের নেতা-কর্মীদের আহবান জানান তিনি।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *